উত্তাল বাংলাদেশ
১৫ ফেব্রুয়ারি ২০১৩অন্যদিকে কক্সবাজারে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষে একজন এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন৷ পরিস্থিতি মোকাবিলায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷
গণজাগরণের ১১তম দিনে শুক্রবার শাহবাগের গণজাগরণ মঞ্চে গণজাগরণ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ সমাবেশে থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে৷ বলা হয়েছে, এই আন্দোলন পুরো দাবি আদায় না হওয়া পর্যন্ত থামবেনা৷ ব্লগার ইমরান আহমেদ জানান, সরকার আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তার জন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য ৷ তবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিল আনতে হবে সংসদে৷
সমাবেশে উপস্থিত সাধারণ মানুষ দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা বলেন৷ এই সমাবেশে সংহতি প্রকাশ করেন অধ্যাপক ড. জাফর ইকবাল এবং শাহরিয়ার কবিরসহ সুশীল সমাজের প্রতিনিধিরা৷ অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত জামায়াতের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়ন্ত্রণে আনার যুক্তি তুলে ধরেন৷
এদিকে শুক্রবার দুপুর দুইটার দিকে কক্সবাজারে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন৷ তবে কক্সবাজার জেলা জামায়াত নিহতের সংখ্যা ৪ জন বলে দাবি করেছে৷
জানা গেছে, জুম্মার নামাজের পর জামায়াত শিবিরের লোকজন দুটি মসজিদ থেকে বের হয়ে একযোগ পুলিশের ওপর হামলা চালায় এবং ভাঙচুর শুরু করে৷ পুলিশ তাদের প্রতিরোধ শুরু করলে সংঘর্ষ বাঁধে৷ সংঘর্ষে পুলিশসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন৷ আহত হয়েছেন শতাধিক৷
উদ্ভূত পরিস্থিতিতে কক্সবাজার শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন৷ মোতায়েন করা হয়েছে বিজিবি৷