1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাজাকারের বিচার চাই’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ ফেব্রুয়ারি ২০১৩

১লা ফাল্গুন আর শাহবাগের প্রতিবাদী জমায়েত একাকার হয়ে গেছে৷ আওয়াজ উঠেছে ‘ফাগুনের আগুনে পুড়ে যাক রাজাকার’৷ সারা দেশের মানুষ যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার, ঠিক তখন তাণ্ডব চালাচ্ছে জামায়েত-শিবির৷

https://p.dw.com/p/17dO9
epa03581692 Bangladeshi activists hold national flag and shout slogans at the Shahbagh intersection, in Dhaka, Bangladesh, 13 February 2013. Reports state that protesters gathered for the ninth day against the life sentence given to the leader of the 'Jamaat-e-Islami' party, Quader Molla, a sentence the protesters call too lenient and demanding capital punishment instead. EPA/MONIRUL ALAM +++(c) dpa - Bildfunk+++
Dhaka Protesteছবি: picture-alliance/dpa

শুধু হলুদ শাড়ি আর হলুদ ফুলেই এবারের বসন্ত সাজ নয়৷ কেউ কেউ পড়েছেন প্রতিবাদী কালো পোশাক৷ আর যে ধরনের পোশাকই পড়ুক না কেন ভাষা একটাই – রাজাকারের বিচার চাই৷ যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই৷ তাদের কথা এবারের ফাগুন প্রতিবাদের৷ এবারের ফাগুন দাবি আদায়ের৷ ফাগুনের আগুনে পুড়ে যাক রাজাকার৷

আর শাহবাগ সংলগ্ন চারুকলায় বসন্ত বরনেও একই কথা৷ একই ভাষা৷ সবাই চান যুদ্ধাপরাধীদের বিচার৷ উত্তাল শাহবাগে নবম দিনে প্রতিবাদী মানুষের ভিড় একটুকু কমেনি৷ বরং বেড়েছে৷ শাহবাগ বিস্তৃত হয়েছে আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকা জুড়ে৷ এই যখন দেশের মানুষের চাওয়া তখনো তাণ্ডব অব্যাহত রেখেছে জামায়াত শিবির৷

Bangladesh Jammat-e-Islami activists throw bricks as they clash with police in Dhaka February 12, 2013. According to police, at least 50 cars have been vandalized and two police officers injured as Jamaat-e-Islami activists opened fire and clashed with law enforcers in different parts of the capital after police had banned their rally on Tuesday. Jamaat-e-Islami, the largest radical Islamist party in Bangladesh, called for the rally to protest against the Shahbagh demonstration. Thousands of protesters participating in the Shahbagh demonstration demanded capital punishment for Jamaat-e-Islami leaders awaiting a court verdict for war crimes committed during the 1971 Independence War, as well as for one the leaders who received a life sentence, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
জামায়াত শিবিরের তাণ্ডবছবি: Reuters

বুধবার সকালে তারা যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল ভেঙে দেয়ার দাবিতে মতিঝিল এবং পল্টনসহ আশপাশ এলাকায় ব্যাপক ভাঙচুর করেছে৷ ফকিরাপুল এলাকায় একটি বাস তারা পুড়িয়ে দেয়৷ পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ হামলায় পুলিশসহ ১০ জন আহত হন৷

পুলিশের উপ কমিশনর সাজ্জাদ হোসেন জানান, তাদের পূর্ব প্রস্তুতি থাকায় জামায়েত-শিবির ব্যাপক নাশকতা চালাতে পারেনি৷

জামায়েত-শিবির কর্মীরা ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীতেও গাড়ি ভাঙচুর, আগুন এবং পুলিশের ওপর হামলা চালিয়েছে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন জামায়েত শিবিরের এই অব্যাহত তাণ্ডব অবশ্যই বন্ধ করা হবে৷ শাহবাগের তরুণরাও এই তাণ্ডবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে৷

এদিকে আগামীকাল সন্ধ্যা ৭ টায় সারা দেশে একযোগে মোমবাতি জ্বেলে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়েত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান হবে৷ আর শাহবাগের প্রজন্ম চত্বরে এখন সুমনের দ্বিতীয় গান উজ্জীবিত করছে সবাইকে৷

অন্যদিকে জাতীয় প্রেসক্লাব যুদ্ধাপরাধ মামলার আসামি জামায়েত নেতা কাদের মোল্লা এবং মাওলানা কামারুজ্জামানের সদস্যপদ বাতিল করেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য