‘রাজাকারের বিচার চাই’
১৩ ফেব্রুয়ারি ২০১৩শুধু হলুদ শাড়ি আর হলুদ ফুলেই এবারের বসন্ত সাজ নয়৷ কেউ কেউ পড়েছেন প্রতিবাদী কালো পোশাক৷ আর যে ধরনের পোশাকই পড়ুক না কেন ভাষা একটাই – রাজাকারের বিচার চাই৷ যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই৷ তাদের কথা এবারের ফাগুন প্রতিবাদের৷ এবারের ফাগুন দাবি আদায়ের৷ ফাগুনের আগুনে পুড়ে যাক রাজাকার৷
আর শাহবাগ সংলগ্ন চারুকলায় বসন্ত বরনেও একই কথা৷ একই ভাষা৷ সবাই চান যুদ্ধাপরাধীদের বিচার৷ উত্তাল শাহবাগে নবম দিনে প্রতিবাদী মানুষের ভিড় একটুকু কমেনি৷ বরং বেড়েছে৷ শাহবাগ বিস্তৃত হয়েছে আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকা জুড়ে৷ এই যখন দেশের মানুষের চাওয়া তখনো তাণ্ডব অব্যাহত রেখেছে জামায়াত শিবির৷
বুধবার সকালে তারা যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল ভেঙে দেয়ার দাবিতে মতিঝিল এবং পল্টনসহ আশপাশ এলাকায় ব্যাপক ভাঙচুর করেছে৷ ফকিরাপুল এলাকায় একটি বাস তারা পুড়িয়ে দেয়৷ পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ হামলায় পুলিশসহ ১০ জন আহত হন৷
পুলিশের উপ কমিশনর সাজ্জাদ হোসেন জানান, তাদের পূর্ব প্রস্তুতি থাকায় জামায়েত-শিবির ব্যাপক নাশকতা চালাতে পারেনি৷
জামায়েত-শিবির কর্মীরা ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীতেও গাড়ি ভাঙচুর, আগুন এবং পুলিশের ওপর হামলা চালিয়েছে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন জামায়েত শিবিরের এই অব্যাহত তাণ্ডব অবশ্যই বন্ধ করা হবে৷ শাহবাগের তরুণরাও এই তাণ্ডবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে৷
এদিকে আগামীকাল সন্ধ্যা ৭ টায় সারা দেশে একযোগে মোমবাতি জ্বেলে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়েত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান হবে৷ আর শাহবাগের প্রজন্ম চত্বরে এখন সুমনের দ্বিতীয় গান উজ্জীবিত করছে সবাইকে৷
অন্যদিকে জাতীয় প্রেসক্লাব যুদ্ধাপরাধ মামলার আসামি জামায়েত নেতা কাদের মোল্লা এবং মাওলানা কামারুজ্জামানের সদস্যপদ বাতিল করেছে৷