1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোমবাতি জ্বেলে প্রতিবাদ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ ফেব্রুয়ারি ২০১৩

সারা দেশ এক মিনিটের জন্য আলোকিত হয় মোমবাতির আলোয়৷ আর এই মোমবাতি জ্বেলে যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করা হয়৷ দাবি জানানো হয় জামায়াত শিবির নিষিদ্ধের৷

https://p.dw.com/p/17eFF
Bangladeshi social activists and bloggers participate in a demonstration demanding the death sentence for the country's war criminals during a nationwide strike in Dhaka on February 7, 2013. Police fired rubber bullets Wednesday at hundreds of activists from Bangladesh's largest Islamic party during a second day of rioting sparked by the conviction of a top opposition figure for war crimes. AFP PHOTO/ STR (Photo credit should read STR/AFP/Getty Images)
ফাইল ফটোছবি: STR/AFP/Getty Images

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এক মিনিটের জন্য মোমের আলোয় আলোকিত হয় সারা দেশ৷ শাহবাগ প্রজন্ম চত্বর থেকে সে আলো ছড়িয়ে পড়ে বাংলাদেশের সবখানে৷ রাস্তাঘাট, দোকানপাট অফিস আদালত সব খানেই জ্বালানো হয় মোমবাতি৷ আর ছিল রাজাকারের ফাঁসির দাবিতে গগনবিদারী স্লোগান৷

মোমবাতি প্রজ্বলনের পর তরুণ প্রজন্মের একটিই কথা – যুদ্ধাপরাধীর ফাঁসি ছাড়া তারা ঘরে ফিরবেন না৷

এদিকে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকালে রাজশাহীর কোর্ট স্টেশন এবং কাটাখালি এলাকায় গাড়ি ভাঙচুর করেছে, আগুন জ্বালিয়েছে এবং পুলিশের ওপর হামলা চালিয়েছে৷ এতে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন৷

পুলিশ তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলে তারা পিছু হটে৷ জামায়াত শিবিরকে তাড়া করতে সাধারণ মানুষও পুলিশের সঙ্গে মাঠে নামে রাজশাহীতে৷

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এস এম মনিরুজ্জামান জানান, তারা সময় মত ব্যবস্থা নেয়ায় জামায়াত শিবির ব্যাপক নাশকতা চালাতে পারেনি৷

অন্যদিকে বুধবার ঢাকায় জামায়াত শিবিরের হামলায় আহত মতিঝিল অগ্রণী ব্যাংক প্রধান শাখার লিফটম্যান জাফর মুন্সি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ পুলিশ জানায়, বুধবার সকালে মতিঝিলে ভাঙচুরের পর জামায়াত শিবিরের কর্মীরা ব্যাংকে ঢুকতে গেলে তিনি বাধা দেন৷ আর গেটে কাদের মোল্লার ফাঁসির দাবিতে লাগানো পোস্টার ছিঁড়তেও তিনি বাধা দেন৷ এতে উত্তেজিত হয়ে শিবির কর্মীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন৷ বৃহস্পতিবার রাতে তার মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য শাহবাগ প্রজন্ম চত্বরে নেয়া হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য