মোমবাতি জ্বেলে প্রতিবাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৩বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এক মিনিটের জন্য মোমের আলোয় আলোকিত হয় সারা দেশ৷ শাহবাগ প্রজন্ম চত্বর থেকে সে আলো ছড়িয়ে পড়ে বাংলাদেশের সবখানে৷ রাস্তাঘাট, দোকানপাট অফিস আদালত সব খানেই জ্বালানো হয় মোমবাতি৷ আর ছিল রাজাকারের ফাঁসির দাবিতে গগনবিদারী স্লোগান৷
মোমবাতি প্রজ্বলনের পর তরুণ প্রজন্মের একটিই কথা – যুদ্ধাপরাধীর ফাঁসি ছাড়া তারা ঘরে ফিরবেন না৷
এদিকে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকালে রাজশাহীর কোর্ট স্টেশন এবং কাটাখালি এলাকায় গাড়ি ভাঙচুর করেছে, আগুন জ্বালিয়েছে এবং পুলিশের ওপর হামলা চালিয়েছে৷ এতে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন৷
পুলিশ তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলে তারা পিছু হটে৷ জামায়াত শিবিরকে তাড়া করতে সাধারণ মানুষও পুলিশের সঙ্গে মাঠে নামে রাজশাহীতে৷
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এস এম মনিরুজ্জামান জানান, তারা সময় মত ব্যবস্থা নেয়ায় জামায়াত শিবির ব্যাপক নাশকতা চালাতে পারেনি৷
অন্যদিকে বুধবার ঢাকায় জামায়াত শিবিরের হামলায় আহত মতিঝিল অগ্রণী ব্যাংক প্রধান শাখার লিফটম্যান জাফর মুন্সি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ পুলিশ জানায়, বুধবার সকালে মতিঝিলে ভাঙচুরের পর জামায়াত শিবিরের কর্মীরা ব্যাংকে ঢুকতে গেলে তিনি বাধা দেন৷ আর গেটে কাদের মোল্লার ফাঁসির দাবিতে লাগানো পোস্টার ছিঁড়তেও তিনি বাধা দেন৷ এতে উত্তেজিত হয়ে শিবির কর্মীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন৷ বৃহস্পতিবার রাতে তার মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য শাহবাগ প্রজন্ম চত্বরে নেয়া হয়৷