1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তাল প্রজন্ম চত্বর

আরাফাতুল ইসলাম১৩ ফেব্রুয়ারি ২০১৩

টানা নয়দিন ধরে চলছে আন্দোলন, দাবি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি৷ রাজাকারের বিচার৷ পাঁচই ফেব্রুয়ারি কাদের মোল্লার বিরুদ্ধে ঘোষিত রায়ে হতাশ হয়ে রাজপথে নেমেছিলেন তারা৷ এখনও সেখানেই আছেন৷

https://p.dw.com/p/17dVs
epa03581692 Bangladeshi activists hold national flag and shout slogans at the Shahbagh intersection, in Dhaka, Bangladesh, 13 February 2013. Reports state that protesters gathered for the ninth day against the life sentence given to the leader of the 'Jamaat-e-Islami' party, Quader Molla, a sentence the protesters call too lenient and demanding capital punishment instead. EPA/MONIRUL ALAM +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

শাহবাগের প্রজন্ম চত্বরে অস্ত্রের ঝনঝনানি নেই৷ নেই লাঠি-বৈঠা নিয়ে হিংস্র আন্দোলনের আহ্বান৷ নেই জোরপূর্বক ডেকে নিয়ে সমাবেশে হাজির করার নজির৷ মোটকথা, বাংলাদেশের প্রচলিত সহিংস রাজনৈতিক আন্দোলন, হরতালের সঙ্গে কোন মিলই নেই এই চত্বরের৷

বরং সেখানে জড়ো হওয়া লাখো মানুষ ছুটে এসেছেন নিজের তাগিদে৷ একাত্তরে লাখো মায়ের কোল খালি করা ঘাতকদের সর্বোচ্চ শাস্তি চান তারা, চান বোনকে ধর্ষণ করা রাজাকারের বিচার৷ বিচার চান ত্রিশ লাখ শহীদের হত্যাকারীদের৷ আর সেই দাবিতে গত কয়েকদিন ধরে নির্ঘুম সময় কাটাচ্ছে প্রজন্ম চত্বর৷

সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটারের পাশাপাশি কমিউনিটি বাংলা ব্লগগুলো এগিয়ে নিচ্ছে সাধারণ মানুষের অহিংস এই আন্দোলনকে৷ সামহয়্যার ইন ব্লগে বুধবার প্রকাশিত এ রকম এক নিবন্ধের শিরোনাম, ‘শাহবাগ থেকে উদ্দীপ্ত হয়ে ঘরে ফেরা'৷ ছবিসহ এই নিবন্ধটি লিখেছেন ব্লগার লতিফা লতা৷ তিনি লিখেছেন, ‘‘যতোবার শাহবাগ যাই ততোবার আমি উদ্দীপ্ত হই এবং আবার যাওয়ার তাড়না বোধ করি৷ এ যেন এক ঘোর, এ যেন এক নেশা৷ দেশপ্রেমের এই নেশায় আমি বুঁদ হয়ে থাকতে চাই৷ আমার এই ঘোর যেন কোনোদিন না কাটে৷''

একই ব্লগ সাইটে এম. মিজানুর রহমান সোহেল প্রকাশ করেছেন শাহবাগ বিষয়ক ২০টি ফেসবুক পাতার তথ্য৷ এ রকমভাবে অন্যান্য ব্লগসাইটেও শাহবাগ চত্বর নিয়ে প্রকাশিত হচ্ছে অসংখ্য নিবন্ধ৷ পাশাপাশি ফেসবুক টুইটারে চলছে অনলাইন অ্যাক্টিভিস্টদের অক্লান্ত পরিশ্রম৷ কখনো প্রজন্ম চত্বরের সর্বশেষ খবর জানাচ্ছেন তারা৷ কখনো নিজেদের আন্দোলনের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এই অ্যাক্টিভিস্টরা৷ ‘শাহবাগে সাইবার যুদ্ধ' শীর্ষক একটি ফেসবুক পাতায় গত কয়েকদিনে জড়ো হয়েছেন প্রায় ৩৪ হাজার ফেসবুক ব্যবহারকারী৷ আন্দোলনকারীদের টুইটার হ্যাশট্যাগ হচ্ছে #shahbag৷

এখানে উল্লেখ্য করা যেতে পারে, ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স' এর মনোনয়ন গ্রহণও চলছে এখন৷ thebobs.com/bengali ঠিকানায় মনোনয়ন জমা দিতে পারেন যেকেউ৷ বিভিন্ন দেশের ১৪টি ভাষার এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলা ভাষাও রয়েছে৷ ফলে বাংলা ভাষায় সক্রিয় যেকোন অনলাইন আন্দোলনও এই প্রতিযোগিতায় জায়গা পাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান