বিক্ষোভ একটি প্রতিবাদের ভাষা৷ সারাবিশ্বে নানা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বার্থে বিক্ষোভ করেন মানুষ৷ কখনো তা সাধারণ জনগণের পক্ষে যায়, কখনো তা কোনো বিশেষ গোষ্ঠীর৷ কখনো তা সফল হয়, কখনো দমিত হয়৷