1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‌আটকে গেল বিজেপির রথযাত্রা

শীর্ষ বন্দ্যোপাধ্যায়
৭ ডিসেম্বর ২০১৮

প্রশাসনিক অনুমোদন না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি৷ কিন্তু আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে বলে রথযাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট৷

https://p.dw.com/p/39eAa
ছবি: DW/P. Mani Tiwari

বিজেপি পশ্চিমবঙ্গের তিনটি জায়গা থেকে তাদের রথযাত্রা, যার রাজনৈতিক নাম ছিল ‘‌গণতন্ত্র বাঁচাও যাত্রা'‌, তার কর্মসূচি ঘোষণা করেছিল অনেক আগেই৷ কিন্তু চুপ ছিল রাজ্য প্রশাসন৷ একেবারে শেষ মুহূর্তে আপত্তি উঠল উত্তর বঙ্গের কোচবিহার থেকে৷ প্রশাসন জানাল, এই যাত্রা ঘিরে আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, তাই অনুমতি দেওয়া হচ্ছে না৷

বিজেপি সরাসরি এই প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করল কলকাতা হাইকোর্টে৷ কিন্তু আদালতও প্রশাসনের উদ্বেগেই সহমত হলো৷ জানিয়ে দিল, কোনো হাঙ্গামা যেহেতু কাম্য নয়, আপাতত স্থগিত থাক রথযাত্রা৷ বিজেপির তরফের আইনজীবী দাবি করেছিলেন, কোনো হাঙ্গামা হবে না৷ কিন্তু আদালত তাতে আশ্বস্ত হতে পারেনি৷ উল্টে মন্তব্য করেছে, যদি হাঙ্গামা হয়, তা হলে কোনো রাজনৈতিক নেতা তার দায় নেবেন না৷ পুরো চাপটাই এসে পড়বে পুলিশ এবং প্রশাসনের ঘাড়ে৷ কাজেই ৯ জানুয়ারি, এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত রথযাত্রা স্থগিত থাক৷

এদিকে বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের গাড়ি বহরে হামলা হয়৷ হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন৷ ক্ষুব্ধ দিলীপ ঘোষ হামলার জন্য তৃণমূলকে দায়ী করেছেন৷ তবে তৃণমূল পুরো বিষয়টিই ‘বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব' বলে দায়-দায়িত্ব অস্বীকার করেছে৷

আদালতের রায়ে গভীর অস্বস্তিতে বিজেপি৷ এর আগেও কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর জনসভা নিয়ে যখন আপত্তি তুলেছিল পশ্চিমবঙ্গে বিরোধী তৃণমূল কংগ্রেসের সরকার, তখন এই আদালতই ছাড়পত্র দিয়েছিল৷ এই যুক্তিতে যে, সভা-সমিতি, মিছিল ইত্যাদি যে কোনো গণতান্ত্রিক দেশে স্বীকৃত রাজনৈতিক অধিকার৷ তাতে আপত্তি করা যায় না৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য থেকেই পরিষ্কার, সেই যুক্তিতেই তাঁদের এবারের কর্মসূচিও বৈধতা পাবে বলে তিনি আশা করেছিলেন৷ কিন্তু আইন-শৃঙ্খলার সমস্যা, বিশেষত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কাকে যে বাড়তি গুরুত্ব দেওয়া হবে, সেটা তাঁরা আশা করেননি৷

যদিও তারপরও দিলীপ ঘোষ জোর গলায় বলেছিলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অমিত শাহ কোচবিহার আসবেন এবং সভা করবেন৷ কিন্তু জানা যায়, অমিত শাহ নিজে অত্যন্ত বিরক্ত, দলের রাজ্য নেতৃত্বের এই ব্যর্থতায়৷ রাজ্য প্রশাসনের দিক থেকে এমন আপত্তি উঠতে পারে, এটা ভেবে রেখে কেন আইনি বিষয়গুলি আগেই সুরক্ষিত করে নেওয়া হয়নি, সেই জবাবদিহি তিনি চেয়েছেন৷ এবং জানিয়ে দিয়েছেন, রথযাত্রা না হলে তিনি আসছেন না৷

রাজ্য বিজেপি তা-ও শেষ চেষ্টা করেছিল শুক্রবার সকালে আদালত খোলার পর ফের একদফা শুনানির৷ কিন্তু জানা যায়, এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন৷ তাঁর পরই যিনি সিনিয়র বিচারপতি, তাঁর এজলাসে যদি শুনানি হয়ও, প্রধান বিচারপতির আগের দিন দেওয়া রায় উলটে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই৷

রথযাত্রা এভাবে আটকে যাওয়ায় বিজেপিরই একাংশ কিন্তু ক্ষুব্ধ৷ এঁদের বক্তব্য, প্রশাসনিক নিষেধাজ্ঞার রাজনৈতিক স্তরে বিরোধ হওয়াই ঠিক হতো৷ ভুল হয়েছে আদালতে যাওয়া৷ আর আরো একটি অংশ, যার মধ্যে আছেন রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়, তাঁদের মতে, রথযাত্রার কর্মসূচি নেওয়াটাই ভুল ছিল৷

পশ্চিমবঙ্গের পরিবেশে রথযাত্রা শব্দটাই অন্য অর্থ বহন করে, যা সেই বাবরি মসজিদ ভাঙার অনুষঙ্গ ফিরিয়ে আনবে৷ সম্ভবত সেই কারণেই বিজেপির বাঙালি নেতৃত্বের একাংশ একে রথযাত্রা না বলে গণতন্ত্র বাঁচাও যাত্রা বলাও সঠিক মনে করেছিল৷

কিন্তু শেষরক্ষা হলো না৷ এবং স্মৃতিচারণও আটকে থাকছে না৷ আলোচনায় বারবার উঠে আসছে সেই প্রসঙ্গ, যখন বিহারের মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের সরকার আটকে দিয়েছিল লালকৃষ্ণ আদবানির রথ৷ সোশাল মিডিয়ায় ঘুরেফিরে আসছে লালুর সেই অজেয় মন্তব্য— ‘‘‌সরকার না চাহি, তো দাঙ্গা না হোয়ি!''‌‌ সরকার না চাইলে কখনো দাঙ্গা হয় না!‌ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান