1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রকে জবাব দেবে চীন

৬ এপ্রিল ২০১৮

চীনা পণ্যের ওপর আরো একশ' বিলিয়ন ডলার শুল্ক আরোপের হুমকির জবাবে চীন বলেছে, যে কোনো মূল্যে এই বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় তারা৷ 

https://p.dw.com/p/2vaHS
Symbolbild zur drohenden Zuspitzung des Handelskrieg s zwischen den Vereinigten Staaten von Amerika
ছবি: imago/R. Peters

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রোর হুমকির জবাব দেয়া হয়৷ সেখানে বলা হয়, ‘‘যদি চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তির পরও যুক্তরাষ্ট্র তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যায়, তাহলে এর শেষ দেখে ছাড়বে চীন৷''

বলা হয়, ‘‘আমরা বাণিজ্য যুদ্ধ চাই না, কিন্তু সে যুদ্ধে অংশ নিতে আমরা ভীত নই৷''

এর আগে, গত মঙ্গলবার চীনের বিরুদ্ধে মেধাসত্ত্ব ও প্রযুক্তি চুরির অভিযোগ এনে যুক্তরাষ্ট্র তাদের দেশে চীনের রপ্তানির ওপর ৫০ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আরোপ করে একটি তালিকা প্রকাশ করে৷ চীন যুক্তরাষ্ট্রে মূলত কারখানার যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে৷

পরদিন চীন তাদের দেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্য, যেমন সয়াবিন, গাড়ি ও ছোট বিমানের ওপর ৫০ বিলিয়ন শুল্ক আরোপ করে৷

এরপর দিনই আবার ট্রাম্প বেইজিংয়ের ওপর কর আরো দ্বিগুণ বাড়ানোর হুমকি দেন৷ ওয়েবসাইটে তার জবাবই আজ দিলো চীন৷

বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘‘আচরণ ঠিক করার পরিবর্তে চীন আমাদের কৃষক ও শিল্পমালিকদের ক্ষতি করার পথ বেছে নিয়েছে৷''

ট্রাম্প জানান যে, চীনের এমন অন্যায্য আচরণের জবাবে ‘আরো একশ' বিলিয়ন ডলার' শুল্ক আরোপ করা যায় কি না তা ক্ষতিয়ে দেখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি৷

মার্কিন প্রেসিডেন্ট অবশ্য আলোচনায় বসতেও রাজি আছেন৷ তবে সেজন্য ‘অবাধ, সুষ্ঠু ও পরিপূরক' বাণিজ্য নিয়ে আলোচনার সুযোগ থাকতে হবে৷

চীন বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও-তে ট্রাম্পের প্রথমবারের শুল্ক আরোপের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে৷ তারা ডাব্লিউটিও-র বিরোধ নিষ্পত্তি ইউনিটের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তাব জানায়৷

পাল্টাপাল্টি শুল্ক আরোপের এ সব ঘোষণা এখনো বাস্তবায়িত হয়নি৷ তবে বলাই বাহুল্য এগুলো চালু হলে তা পুরো বিশ্বের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে৷

এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের পুঁজিবাজারগুলোতে৷

জেডএ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য