1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাস্টিন বিবার জ্যাকসন হতে চায় - তবে মাদক বাদ দিয়ে

১১ জানুয়ারি ২০১২

মার্চ মাসে আঠারোয় পা দেবে টিন আইডল জাস্টিন৷ তার স্বপ্ন হল, ত্রিশেও যেন লোকে তাকে মনে রাখে৷ সে যেন মাইকেল জ্যাকসনের মতো বিখ্যাত হয়, তবে মাদক ছাড়াই৷

https://p.dw.com/p/13hSa
Canadian singer Justin Bieber
জাস্টিন বিবারছবি: picture-alliance/dpa

এছাড়া যৌনতা কিংবা মাদক নিয়ে গান গাইতে চায় না জাস্টিন৷ ‘ভি' ম্যাগাজিনের একটি সুদীর্ঘ সাক্ষাৎকারে জাস্টিনের মন্তব্য: ‘‘লোকে আমাকে শুধু টিন সেনসেশন হিসেবে মনে রাখে, তা আমি চাই না৷''

অপরদিকে তার যে ‘অতি ভালো ছেলে' ইমেজের কারণে লক্ষ লক্ষ কিশোরী - এবং তাদের মায়েরা - জাস্টিনের ভক্ত, সে ইমেজটা বজায় রাখতে চায় জাস্টিন: ‘‘আমি এমন কিছু হয়ে উঠব না, যার ফলে কচিরা এবং তাদের বাবা'মায়েরা আর আমাকে সম্মান করবে না৷ মাইকেল যা করেছে, আমি তাই করতে চাই৷ ও সবসময়ে ‘ক্লিন' গান গেয়েছে... আমি সেক্স, ড্রাগস, গালাগাল ইত্যাদি নিয়ে গাওয়া শুরু করতে চাই না৷''

অথচ জাস্টিনও বড় হচ্ছে৷ ডিজনি চ্যানেলের আরেক খুকি স্টার সেলেনা গোমেজ'এর সঙ্গে বেশ কয়েক মাস ধরে তার ডেটিং, মানে দেখাসাক্ষাৎ চলছে৷ জাস্টিন'এর স্বীকারোক্তি: ‘‘আমি প্রেম ব্যাপারটায় ঢুকে পড়েছি৷ হয়তো বয়স একটু বাড়লে দৈহিক দিকটাও বাড়বে৷ কিন্তু আমি এমন একজন হতে চাই, যাকে সকলে সম্মানের চোখে দেখে৷''

১৫ বছর বয়সে যে গায়ক তার প্রথম এ্যালবাম বার করে, এবং ২০১১ সালে বিং ইন্টারনেট সার্চ মেশিনে যে মোস্ট সার্চড পার্সন হয়েছে, তার বক্তব্য হল, সে শুধু কপালের জোরে মিউজিক ইন্ডাস্ট্রিতে তার নিজের জায়গা করে নেয়নি৷ সে একটা বিশেষ কারণেই সেখানে পৌঁছেছে এবং সারাজীবনের মতো সেখানে থাকার অভিপ্রায় রাখে৷

Grammy Awards Los Angeles 2011 Flash-Galerie
‘ক্লিন ইমেজ’ বা পরিচ্ছন্ন ভাবমূর্তি রাখতে চান জাস্টিনছবি: AP

কে এই জাস্টিন বিবার?

জন্ম পয়লা মার্চ, ১৯৯৪ সালে, ক্যানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে৷ মা প্যাট্রিসিয়া ১৮ বছর বয়সে অন্তঃসত্ত্বা হন৷ সিঙ্গল মাদার হিসেবে বাপ'মায়ের সাহায্য নিয়ে, ছোট ছোট চাকরি করে, ছোট বাড়িতে থেকে কোনোক্রমে শিশুসন্তানটিকে প্রতিপালন করেন প্যাট্রিসিয়া৷ পিতা জেরেমি'র সঙ্গেও জাস্টিনের আজও যোগ আছে, যদিও জেরেমি বিবার অন্য একটি বিবাহ করে আরো দুটি সন্তানের পিতা হয়েছেন৷

ছোটবেলায় জাস্টিন অন্যান্য কিশোরদের মতোই আইস হকি, সকার এবং দাবা খেলেছে৷ পরে অবশ্য নিজেই একা একা পিয়ানো, ড্রামস, গিটার এবং ট্রাম্পেট বাজাতে শিখেছে৷ ২০০৭ সাল থেকে জাস্টিনের গাওয়া বিভিন্ন কভার সং'এর ভিডিও ইউটিউবে পোস্ট করতে শুরু করেন তার মা প্যাট্রিসিয়া৷ তারই সূত্রে ১৩ বছর বয়সে ডেমো টেপ তৈরির ডাক আসে জাস্টিনের৷ আরো বড় কথা, সে আরএ্যান্ডবি গায়ক আশার'এর সামনে পারফর্ম করার সুযোগ পায়৷ বাকিটা ইতিহাস৷

ওয়ান টাইম, মাই ওয়ার্ল্ড, ওয়ান লেস লোনলি গার্ল, লাভ মি, ফেবারিট গার্ল - জাস্টিনের পর পর হিট গানের নাম-ধাম-ঠিকুজি তার ফ্যানরাই বলে দেবে৷ আমরা শুধু বলব, ব্রিটেনের অবজার্ভার পত্রিকার রিপোর্ট অনুযায়ি সোশাল নেটওয়ার্কিং'এর জগতে জাস্টিন বিবার বারাক ওবামা কিংবা দলাই লামা'র চেয়ে বেশি প্রভাবশালী৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য