জ্যাকসনের শেষ জীবনের কিছু স্মৃতি নিলামে উঠছে
১২ ডিসেম্বর ২০১১যে প্রতিষ্ঠান নিলামের দায়িত্ব রয়েছে তার এক কর্মকর্তা ডেরেন জুলিয়েন বলছেন, ‘‘যদিও সব জিনিস জ্যাকসনের নয়, তবুও যেহেতু সেগুলো শেষ দিনগুলোতে তাঁর আশেপাশেই ছিল তাই তার মূল্য অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক''৷
নিলামের তালিকায় রয়েছে জ্যাকসনের বেডরুমে থাকা আলমারি৷ এই আলমারিতে যে আয়না রয়েছে, সেখানে ‘কামব্যাক' কনসার্ট নিয়ে পপ গুরুর হাতের লেখা রয়েছে৷ ধারণা করা হচ্ছে, আয়নাটি ছয় থেকে আট হাজার ডলারে বিক্রি হবে৷
তবে জ্যাকসনের মরদেহ যে বিছানায় পাওয়া গেছে সেখানকার মাথার বোর্ডটি নিলামে উঠছেনা৷ তাঁর পরিবারের অনুরোধেই এমনটা হচ্ছে৷
নিলামের আগে মাইকেলের স্মৃতিমাখা জিনিসগুলো দেখতে দেয়া হয় তাঁর অনুরাগীদের৷ কারেন জ্যাকসন আর কিকি স্ট্যাফর্ড ছিলেন তাঁদেরই অন্যতম৷ অশ্রুভেজা চোখে তারা দেখেছেন জিনিসগুলো৷
উল্লেখ্য, লস অ্যাঞ্জেলসের এই বাড়িটি গত ক'মাস ধরে নিরাপত্তা বাহিনীর নজরে ছিল৷ কেননা জ্যাকসনের ডাক্তার কনরাড মারের বিচারে এর কয়েকটি রুম প্রমাণ হিসেবে কাজ করেছে৷ মারেকে গতমাসে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক