জ্যাকসনের ডাক্তারকে চার বছরের কারাদণ্ড!
৩০ নভেম্বর ২০১১লস অ্যাঞ্জেলেস'এর আদালতের বিচারক কনরাড মারের কর্মকাণ্ডকে আখ্যা দিয়েছেন ‘টাকার জন্য ওষুধ খাওয়ানোর পাগলামি' হিসেবে৷ জ্যাকসন যখন মৃত্যুশয্যায়, মারে তখন টেলিফোনে বান্ধবীদের সঙ্গে গল্পে ব্যস্ত ছিলেন৷ ফলে, জরুরি নম্বরে ফোন করতেও দেরি করেন তিনি৷ এরকম বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় চার বছর কারাদণ্ডের শাস্তি পেলেন মারে৷ ‘অনিচ্ছাকৃত খুন'এর অপরাধে অপরাধী তিনি৷
তবে ধারণা করা হচ্ছে, পুরো চার বছর হয়ত তাকে কারাভোগ করতে হবে না৷ বরং শাস্তির মেয়াদের অর্ধেকেরও কম সময় হাজতে কাটাতে হতে পারে মারেকে৷ ক্যালিফোর্নিয়ার কারাগারে বর্তমানে কয়েদিদের অতিমাত্রায় ভিড় থাকায় হাজত বাস থেকে খানিকটা রেহাই পেতে পারেন মারে৷
কনরাড মারের শাস্তি অবশ্য এখানেই শেষ নয়৷ জ্যাকসন পরিবারকে একটি বড় অঙ্কের ক্ষতিপুরণও দিতে হতে পারে তাকে৷ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আগামী বছর জানুয়ারি মাসে নাগাদ৷ অর্থদণ্ডের পরিমাণ ১০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে৷
এদিকে, আদালতের রায়ের প্রশংসা করেছেন জ্যাকসনের মা ক্যাথরিন৷ শাস্তির মেয়াদ নিয়ে অবশ্য খানিকটা আক্ষেপ রয়ে গেছে তাঁর৷ বার্তাসংস্থাকে তিনি বলেন, কারো জীবন ছিনিয়ে নেওয়ার শাস্তি হিসেবে চার বছর যথেষ্ট নয়৷
ক্যাথরিন স্বীকার করেন, দোষী সাব্যস্ত হওয়ায় আইন অনুযায়ী মারের সর্বোচ্চ শাস্তিই হয়েছে৷ বিচারক এক্ষেত্রে খুবই নিরপেক্ষ রায় দিয়েছেন, মন্তব্য ৮১ বছর বয়সি ক্যাথরিনের৷
উল্লেখ্য, নভেম্বরের সাত তারিখে আদালত কনরাড মারে'কে দোষী সাব্যস্ত করেন৷ ২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসনকে মাত্রাতিরিক্ত চেতনানাশক প্রোপোফল দিয়েছিলেন তিনি৷ আর তাতেই প্রাণ হারান শতাব্দীর অন্যতম সেরা সংগীত তারকা, মাইকেল জ্যাকসন৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক