জ্যাকসনের হত্যা মামলার রায় আগামী সপ্তাহে
৩০ অক্টোবর ২০১১জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে টানা পাঁচ সপ্তাহের দীর্ঘ শুনানি প্রায় শেষ হতে চলেছে৷ মোট ৪০ জন সাক্ষী এবং ঘণ্টার পর ঘণ্টা মেডিকেল পরীক্ষা নিরীক্ষা সব কিছুর শেষ হতে চলেছে৷ আগামীকাল শেষ সাক্ষী ড. পল হোয়াইটের সাক্ষ্যগ্রহণ করা হবে৷ এরপরই বিচারক মাইকেল প্যাস্টর তার আদালতে উপস্থিত সাতজন পুরুষ এবং পাঁচজন নারী জুরিকে তাদের সিদ্ধান্ত জানাতে বলবেন৷
উল্লেখ্য, গত ২০০৯ সালের ২৫ জুন বিষাক্ত প্রপোফলের কারণে চিরবিদায় নেন মাইকেল জ্যাকসন৷ তার মৃত্যুর সময় তার পাশেই ছিলেন মাসে দেড় লাখ ডলার বেতনের ব্যক্তিগত চিকিৎসক মারে৷ কিন্তু অভিযোগ উঠেছে, জ্যাকসনকে এই মাদকে আসক্ত করার ব্যাপারে তাঁর অবহেলা ছিল৷ জ্যাকসনের মৃত্যুর সময়েও তিনি তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নেননি৷ তাই তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে৷ তা প্রমাণিত হলে সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে এই ৫৮ বছর বয়সি চিকিৎসক কনরাড মারের৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: আরাফাতুল ইসলাম