প্যারামেডিকের কাছে মিথ্যা বলেছিলেন চিকিৎসক মারে
১ অক্টোবর ২০১১লস এঞ্জেলেসের আদালতে সপ্তাহব্যাপী শুনানির শেষ দিনে সাক্ষ্য দিতে গিয়ে সেই সময়কার লস এঞ্জেলেসের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানালেন, যখন তারা জ্যাকসনের বাড়িতে গিয়ে হাজির হন তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ তাঁর শরীরে জীবনের কোন চিহ্নই ছিল না৷ রোগী তাঁর বিছানাতেই মারা গিয়েছেন, সাক্ষ্য দিতে গিয়ে এমন কথাই দৃঢ়ভাবে জানান ওই চিকিৎসক৷ এই সাক্ষ্যদানে এবার সত্যিকার বিপদে পড়ে যাবেন চিকিৎসক কনরাড মারে৷ অভিযোগ প্রমাণিত হলে তাঁর জেল হতে পারে চার বছর পর্যন্ত৷
আদালতে সাক্ষ্যদানে আরেক প্যারামেডিক রিচার্ড সেনেফ বলেন, তারা যখন জ্যাকসনের বাড়িতে পৌঁছান কনরাড মারে তখন জ্যাকসনকে লোরাজেপাম সিডেটিভ দেওয়ার কথা জানান৷ কিন্তু তিনি প্রপোফল দেওয়ার কথা গোপন করেন৷ প্যারামেডিকরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর জানান যে, জ্যাকসন মৃত৷ কিন্তু চিকিৎসক মারের জোরাজুরির কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পপ সম্রাটকে৷ প্রায় দুই ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ জ্যাকসনের মৃত্যু নিশ্চিত করে৷
উল্লেখ্য, গত ২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান মাইকেল জ্যাকসন৷ অতি মাত্রায় সিডেটিভ প্রপোফলের কারণে তাঁর মৃত্যু হয়৷ এরপর তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই