শুরু হলো মাইকেল জ্যাকসনের চিকিৎসকের বিচার
২৮ সেপ্টেম্বর ২০১১মাইকেল জ্যাকসনের ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ‘চরম অবহেলা'র কারণেই মারা গেছেন পপ সংগীতের গুরু মাইকেল৷ কিন্তু চিকিৎসকের আইনজীবী এড শেরনফ বলছেন, ডাক্তারের নির্দেশ না মেনেই মাইকেল নিজে থেকে ওষুধ খেয়েছেন৷ আর সেটাই তাঁর মৃত্যু ডেকে এনেছে৷
আদালতকে শেরনফ বলেন, ২০০৯ সালের ২৫ জুন যে সময়ে পপ সম্রাট মারা যান তখন চিকিৎসক মুর মাইকেলের রুমে ছিলেন না৷ সে অবস্থায় মাইকেল পরপর দুই ধরণের ওষুধ খান৷ ফলে সঙ্গে সঙ্গে মারা যান তিনি৷ প্রথমে খেয়েছিলেন আটটি পিল, যার প্রতিটি দুই মিলিগ্রাম করে৷ ডাক্তারের আইনজীবী বলছেন, এই পরিমাণ পিল ছয়জন মানুষকে ঘুম পাড়াতে সক্ষম৷ শুধু তাই নয় আটটি পিল খাওয়ার পর মাইকেল শক্তিশালী ‘প্রোপোফল'এর এক ডোজও খান৷ সাধারণত সার্জারির সময় অ্যানেস্থেশিয়ার কাজে লাগে এই প্রোপোফল৷
প্রথম দিনের বিচারে উপস্থিত ছিলেন মাইকেলের বাবা-মা, ভাইবোন৷ বেশ কিছু ভক্তও আদালতের সামনে হাজির হয়েছিলেন৷ এদের মধ্যে এক মহিলা ভক্ত আদালতে ঢোকার সময় ডাক্তার মুরকে আঘাত করতে চেয়েছিলেন৷ অবশ্য নিরাপত্তা কর্মীদের কারণে সেটা সম্ভব হয়নি৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ