ফ্রিডম পুরস্কারে ভূষিত মালালা
১১ অক্টোবর ২০১৩একের পর এক পুরস্কারে ভূষিত হচ্ছেন পাকিস্তানের নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই৷ শান্তিতে নোবেল ঘোষণার আগের দিন ঘোষিত হল ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ মানবাধিকার পুরস্কার৷ নারী শিক্ষার জন্য লড়াইয়ের কারণে মালালা পেয়েছেন এই পুরস্কার৷ নারী শিক্ষায় সমর্থন দেয়ার জন্য গত বছর অক্টোবরে তালেবান হামলার শিকার হয়েছিলের ১৬ বছর বয়সি এই কিশোরী৷
ইউরোপিয়ান পিপলস পার্টির চেয়ারম্যান এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য জোসেফ ডাউল বলেছেন, যেসব অঞ্চলে নারীকে সম্মান এবং তাদের অধিকার সম্পর্কে কথা বলতে দেয়া হয় না, সেখানকার নারীদের শিক্ষার জন্য মালালার লড়াই আসলেই প্রশংসার যোগ্য৷ বলেছেন, এখনকার সব কিশোর-কিশোরীদের জন্য মালালা একজন আইকন এমন একটি আলোকবর্তিকা, যেখানে সে যাবে সেখানকার সব অন্ধকার দূর করবে৷
ইউরোপের তিনটি রাজনৈতিক দল মালালার কাজের জন্য তাকে মনোনয়ন দিয়েছিল৷ পুরস্কার হিসেবে মালালা পাবেন ৫০ হাজার ইউরো৷ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁসকারী এনএসএ-র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনও এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন৷ আগামী ২০শে নভেম্বর এই পুরস্কার তুলে দেয়া হবে মালালার হাতে৷
মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি এবং আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাও এই পুরস্কারে ভূষিত হয়েছেন৷ গত বছর এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ইরানের মানবাধিকার কর্মী নাসরিন সতৌদেহ এবং জাফর পানাহি৷
এপিবি/এসবি (ডিপিএ,এপি)