1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ডেও মালালার আলো

১৯ জানুয়ারি ২০১৩

মালালা ইউসুফজাই শুধু এক কিশোরীর নাম নয়, এখন চেতনারও নাম৷ পাকিস্তানের প্রতিবাদী মেয়েটি ইংল্যান্ডেও অনেকের পথপ্রদর্শক৷ ইংল্যান্ডের মুসলিম পরিবারগুলো এখনই প্রেরণাদায়ীর ভূমিকায় দেখতে শুরু করেছে তাকে৷

https://p.dw.com/p/17NKm
Pakistani schoolgirl Malala Yousufzai (C) waves with nurses as she is discharged from The Queen Elizabeth Hospital in Birmingham in this handout photograph released on January 4, 2013. The Pakistani girl shot in the head by the Taliban for advocating girls' education has been discharged from the specialist British hospital after doctors said she was well enough to spend some time recovering with her family. Fifteen-year-old Yousufzai, who was shot by the Taliban in October last year and brought to Britain for treatment, was discharged on Thursday but is due to be re-admitted in late January or early February for reconstructive surgery to her skull, doctors said. REUTERS/Queen Elizabeth Hospital Birmingham/Handout (BRITAIN - Tags: SOCIETY HEALTH POLITICS TPX IMAGES OF THE DAY PROFILE CRIME LAW) NO COMMERCIAL OR BOOK SALES. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS. NO THIRD PARTY SALES. NOT FOR USE BY REUTERS THIRD PARTY DISTRIBUTORS
ক'দিন হলো সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মালালাছবি: Reuters

বয়স মাত্র ১৪৷ তবে তারও বছর তিনেক আগে, অর্থাৎ ১১ বছর বয়সেই মালালা বুঝিয়ে দিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অধিকার রক্ষার লড়াইয়ে নামতে বয়স বড় কথা নয়৷ বাড়ি পাকিস্তানের সোয়াত উপত্যকার কাছে৷ আগুনের পাশে থাকবেন আর আঁচ লাগবে না, তা তো হয় না, তাই তালেবানের বিধিনিষেধের কুফল মালালাকেও দেখতে হয়েছিল সেই বয়সেই৷ তালেবান মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে প্রচার শুরু করায়, অনেক স্কুলে হামলা চালানোয় প্রতিবাদী মালালা দারুণ এক ভাষণ দিয়েছিল৷ সেখানে প্রশ্ন রেখেছিল, ‘‘তালেবানের কত দুঃসাহস যে মেয়েদের লেখাপড়া করার মৌলিক অধিকার কেড়ে নিতে চায়?''

A Pakistani female supporter of a political party Muttahida Quami Movement (MQM) shouts slogans during a protest procession against the assassination attempt by Taliban on child activist Malala Yousafzai in Karachi on October 14, 2012. A Pakistani schoolgirl Malala Yousafzai shot in the head by the Taliban because she campaigned for the right to education is making "slow and steady progress" in her recovery, the military said. AFP PHOTO / RIZWAN TABASSUM (Photo credit should read RIZWAN TABASSUM/AFP/GettyImages)
ছবি: RIZWAN TABASSUM/AFP/GettyImages

সেই থেকে শুরু তালেবানের বিরুদ্ধে মালালা ইউসুফজাইর লড়াই৷ অসম এ লড়াইয়েও পেরে উঠছিল না তালেবান৷ শত হুমকির পরও নারী শিক্ষার পক্ষে লড়েই যাচ্ছিল মালালা৷ তারপর যে বিবিসি ব্লগে লিখে সবার নজর কেড়েছিল, সাহসি ভূমিকার জন্য পাকিস্তানে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল এসব তো সবারই জানা৷ গত অক্টোবর মাসে মালালার কন্ঠ চিরতরে রুদ্ধ করতে গুলি করে এক তালেবান৷ তারপর পাকিস্তানে চিকিৎসা নিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ডের বার্মিংহামে৷

ক'দিন হলো সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মালালা৷ একেবারে স্বাভাবিক জীবনে ফিরতে আরো কিছুদিন লাগবে৷ কিন্তু এখন থেকেই ইংল্যান্ডের মুসলিম পরিবারগুলোতে শুরু হয়ে গেছে মালালাকে নিয়ে স্বপ্ন দেখা- প্রতিবাদী মেয়েটি এবার এখানেও মেয়েদের লেখাপড়ার দিকে আগ্রহ বাড়ানোর জন্য কিছু করবে৷ ইংল্যান্ডেও কেন এমন ভাবনা? ওখানেও কিন্তু মেয়েদের মধ্যে, বিশেষ করে মুসলিম পরিবারের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বেশ কম৷ তাই ইংল্যান্ডের ইয়ং মুসলিমস সংগঠনের সাবেক প্রধান মরিয়ম দালে তাঁর ১৩ বছরের মেয়েটির লেখাপড়ায় আগ্রহ বাড়ানোর জন্য তাকিয়ে আছেন মালালার দিকে, তিনি বললেন, ‘‘আমার মেয়ে লেখাপড়া করতেই চায়না৷ আমি মনে করি, এমন মেয়েদের জন্য মালালা প্রেরণা হয়ে উঠবে, ওকে দেখে সব মেয়েই জানবে লেখাপড়ার জন্য জীবন উৎসর্গ করার কথাও ভাবা যায়৷''

Pakistani children pray for the recovery of 14-year-old schoolgirl Malala Yousufzai, who was shot on Tuesday by the Taliban for speaking out in support of education for women, during a candlelight vigil in Karachi, Pakistan, Friday, Oct. 12, 2012. A Pakistani military spokesman says Yousufzai is in "satisfactory" condition but cautions that the next few days will be critical. Writing reads on the poster left, "Malala Yousufzai."(Foto:Shakil Adil/AP/dapd)
মালালার উপর হামলার প্রতিবাদছবি: AP

মালালা তাই আর নানা দিক থেকে পিছিয়ে থাকা দেশগুলোর মেয়েদেরই প্রেরণা নয়, ও এখন ইংল্যান্ডের মতো দেশেও অনেকেরই পথ দেখানোর আলো৷

এসিবি/এআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য