1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা ব্লগ অনুসন্ধানের প্রতিযোগিতা ‘দ্য ববস’ - অনলাইন মনোনয়ন প্রক্রিয়া শুরু

২২ মার্চ ২০১১

মঙ্গলবার, ২২শে মার্চ ডয়চে ভেলে তার আন্তর্জাতিক ব্লগ পুরস্কারের ওয়েবসাইট www.thebobs.com এ ১৮৭টি মনোনয়ন প্রকাশ করেছে৷

https://p.dw.com/p/10fpw
সেরা, ব্লগ, অনুসন্ধান, প্রতিযোগিতা, ‘দ্য ববস’, অনলাইন, মনোনয়ন, প্রক্রিয়া, শুরু, Bobs, Blog, Germany, Deutsche, Welle, ডয়চে ভেলে,
দ্য ববস ২০১১ এর লোগো

গোটা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা গত কয়েক সপ্তাহ ধরে ১১টি ভাষায় ও ৬টি ক্যাটাগরিতে প্রায় ২,১০০ প্রস্তাব পেশ করেন৷ যার মধ্যে বিচারকমণ্ডলীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সদস্যরা প্রতিটি ক্যাটাগরিতে মোট ১১ জনকে মনোনীত করেন৷ এবার ইন্টারনেট ব্যবহারকারীদের ভোট দেওয়ার পালা৷ তারা ১১ই এপ্রিল পর্যন্ত নিজেদের পছন্দমতো প্রার্থীদের বেছে নিতে পারবেন৷ অর্থাৎ একদিকে বিচারকমণ্ডলী, অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীদের পছন্দের ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে৷

বিভিন্ন সোশাল নেটওয়ার্ক ও ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে যেসব ব্লগার গণতন্ত্র, মুক্ত চিন্তা ও মানবাধিকার আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের অভিযানগুলির মধ্য থেকে সেরা উদ্যোগ বেছে নেওয়া হবে৷ প্রসঙ্গত এই প্রথম চালু করা হচ্ছে ‘বেস্ট সোশাল অ্যাক্টিভিজম ক্যাম্পেন'৷ তবে কোনো সংস্থার বিপণন অভিযান এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না৷

এছাড়া অন্যান্য ক্যাটাগরিগুলি হলো সেরা ব্লগ, সামাজিক সচেতনতায় প্রযুক্তি, সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার (রিপোর্টার উইদাউট বর্ডার্স), মানবাধিকার এবং ভিডিও চ্যানেল৷ জার্মান ও ইংরাজি ছাড়াও বাংলা, আরবী, চীনা, ফার্সি, ফরাসি, ইন্দোনেশীয়, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ ভাষার ব্লগ এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷

GMF Global Media Forum 2010 BOBs Gewinner Gruppenbild Flash-Galerie
দ্য ববস ২০১০ এর বিজয়ীরাছবি: DW

এই পুরস্কারের মাধ্যমে ডয়চে ভেলে গোটা বিশ্বে মত প্রকাশের অধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে আরও শক্তিশালী করতে চায়৷ সেইসঙ্গে এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক ব্লগিং জগতের বৈচিত্রও ফুটে উঠছে৷

২২শে মার্চ থেকে ১১ই এপ্রিল বিজেতাদের বেছে নেওয়া হবে৷ ১২ই এপ্রিল বন শহরে ডয়চে ভেলের দপ্তরে তাঁদের নাম ঘোষণা করা হবে৷

বিচারকমণ্ডলীর সদস্যরা যেসব বিজেতাদের নাম ঘোষণা করবেন, আগামী ২০শে জুন বন শহরে ‘গ্লোবাল মিডিয়া ফোরাম' সম্মেলনে তাঁরা পুরস্কার গ্রহণ করবেন৷ তিন দিনের এই সম্মেলনে এবারের বিষয় ‘মানবাধিকার ও বিশ্বায়ন – সংবাদ মাধ্যমের জন্য চ্যালেঞ্জ'৷

ডয়চে ভেলের বাংলা ভাষার এবারকার বিচারক রেজওয়ানুল ইসলাম জানান, ববস্'এর নতুন ওয়েবসাইটে'র ব্যবহার বেশ সহজ এবং সাবলীল৷ তিনি বলেন, ‘‘আমি দ্য ববস ডটকম সাইটটিতে গিয়েছি এবং নিজেও দু'য়েকটি ব্লগ নমিনেট করে দেখেছি৷ আমার কাছে এই প্রক্রিয়া বেশ সহজ মনে হয়েছে৷''

উল্লেখ্য, গত বছর ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কারটি জয় করেন আলী মাহমেদ৷ এবছর আবারো প্রতিযোগিতা শুরুর খবরে বেশ উচ্ছ্বসিত তিনি৷ চাইছেন, তাঁর মতো অন্য কেউ জয় করুক এ আসর৷

এবারের ব্লগ প্রতিযোগিতার সহযোগীরা হলেন Clarin.com, Gooya News, Lenta.ru এবং Lainformacion.com৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান