ব্লগ প্রতিযোগিতায় অংশ নেওয়া এত্তো সোজা!
২৪ ফেব্রুয়ারি ২০১১ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধানের জন্য রয়েছে ভিন্ন একটি ওয়েবসাইট৷ ঠিকানা: দ্য ববস ডটকম৷ এই সাইটে গিয়ে শুরুতেই পাবেন কেটিগোরি এবং ভাষা, সঙ্গে ওয়েবলিংক জমা দেওয়ার একটি বাক্স৷ এক মিনিট, শুরুতেই আপনাকে লগ ইন করতে হবে এই সাইটে৷ এজন্য আলাদা কোন ফর্ম পূরণের ঝামেলা নেই৷ বরং আপনার ফেসবুক কিংবা টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করেই লগ ইন করতে পারেন ববস ওয়েবসাইটে৷
এরপর আপনার নিজের কিংবা আপনার পছন্দের ব্লগ সাইটটির লিংক বসিয়ে দিন ববস ওয়েবসাইটের উপরের দিকের ‘দ্যা ওয়েবসাইট' বক্সে৷ পছন্দ করুন কেটিগোরি এবং ভাষা৷ তারপর সাবমিট বোতামে ক্লিক৷ ব্যস, হয়ে গেল৷
বাংলা ভাষার ব্লগগুলোর মধ্য থেকে একটি অবশ্যই এই ভাষার সেরা ব্লগ হিসেবে নির্বাচিত হবে৷ তবে সেরা ব্লগ প্রতিযোগিতাতেও বাংলা ব্লগ জমা করার সুযোগ রয়েছে৷ তাছাড়া সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার, মানবাধিকার, সোশ্যাল অ্যাক্টিভিজম, সামাজিক সচেতনতায় প্রযুক্তি, ভিডিও চ্যানেল কেটিগোরিতেও বাংলা ব্লগ জমা দেওয়া যেতে পারে৷ এসব কেটিগোরিতেতের বিজয়ীরা বিশেষ পুরস্কার পাবেন৷
প্রতিযোগিতার জন্য যেকোন ব্লগ জমা দেওয়ার নিয়ম একটাই, দ্য ববস ডটকম এ নিজের ফেসবুক কিংবা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে প্রবেশ৷ এরপর পছন্দের ব্লগের লিংকটি ‘দ্য ওয়েবসাইট' অংশে বসিয়ে কেটিগোরি ও ভাষা নির্বাচন৷ সবশেষে সাবমিট৷
উল্লেখ্য, ডয়চে ভেলে সেরা ব্লগ অনুসন্ধানে বাংলা ভাষা যোগ করা হয়েছে গত বছর৷ এই প্রতিযোগিতায় বাংলা ভাষায় প্রথম বিজয়ী ছিলেন বাংলাদেশের আখাউড়ার বাসিন্দা আলী মাহমেদ৷ গত বছর জুন মাসে জার্মানির বন শহরে একটি অনুষ্ঠানে আলী মাহমেদকে পুরস্কৃত করা হয়৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়