ডয়চে ভেলে খুঁজছে সেরা ব্লগ, অংশ নিন আপনিও
৪ মার্চ ২০১১এবার এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রক্রিয়াটি করা হয়েছে বেশ সহজ৷ এজন্য ভিজিট করুন : www.thebobs.com ওয়েবসাইট৷ সাইটটিতে আপনার ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন৷ এরপর পছন্দের ব্লগটির ওয়েবলিংক জমা দিন৷ এখানেই কাজ শেষ৷ তবে কোন্ ভাষায় এবং কোন্ বিভাগে আপনি আপনার ব্লগটি জমা দিচ্ছেন, তা অবশ্যই খেয়াল রাখতে হবে৷ কারণ এবছর, মূল প্রতিযোগিতাটি হবে ছয়টি বিশেষ বিভাগে৷
সেই বিশেষ বিভাগগুলো হচ্ছে সেরা ব্লগ, সামাজিক সচেতনতায় প্রযুক্তি, সোশ্যাল অ্যাক্টিভিজম, সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার (রিপোর্টার উইদাউট বর্ডার্স), মানবাধিকার এবং ভিডিও চ্যানেল৷ বাংলা সহ এগারোটি ভাষার ব্লগ এসব বিভাগে জমা দেওয়া যাবে৷ মনে রাখতে হবে, শুধুমাত্র বিশেষ বিভাগের বিজয়ীদেরই আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম-এ আমন্ত্রণ জানানো হবে৷ আর সেখানে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার৷
ভাষা বিভাগে বাংলা ভাষার চূড়ান্ত বিজয়ীকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে৷ এক্ষেত্রে বিষয়বস্তুর কোন বাধ্যবাধকতা নেই৷ তবে অংশগ্রহণকারী প্রতিটি ব্লগকে প্রতিযোগিতার নিয়মনীতি অনুসরণ করতে হবে৷
ডয়চে ভেলের বাংলা ভাষার এবারকার বিচারক রেজওয়ানুল ইসলাম জানান, ববস্'এর নতুন ওয়েবসাইটে'র ব্যবহার বেশ সহজ এবং সাবলীল৷ তিনি বলেন, ‘‘আমি দ্য ববস ডটকম সাইটটিতে গিয়েছি এবং নিজেও দু'য়েকটি ব্লগ নমিনেট করে দেখেছি৷ আমার কাছে এই প্রক্রিয়া বেশ সহজ মনে হয়েছে৷''
উল্লেখ্য, গত বছর ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কারটি জয় করেন আলী মাহমেদ৷ এবছর আবারো প্রতিযোগিতা শুরুর খবরে বেশ উচ্ছ্বসিত তিনি৷ চাইছেন, তাঁর মতো অন্য কেউ জয় করুক এ আসর৷
তবে শুধু ভাষা বিভাগে কোনো একটি বাংলা ব্লগের জয় পাওয়া নিয়ে সন্তুষ্ট নন দক্ষিণ এশিয়া বিভাগের সমন্বয়কারী সম্পাদক দেবারতি গুহ৷ তিনি বলেন, ‘‘বাংলা ভাষাকে অন্যান্য ভাষার ব্লগগুলির সঙ্গে হাড্ডাহাড্ডা লড়াই করতে হবে৷ লড়াই করতে হবে ঐ ছয়টি বিশেষ বিভাগে জয়ী হওয়ার জন্য৷ তবেই না বাংলা ব্লগ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় আসল সম্মানের অধিকারী হয়ে উঠতে পারবে৷''
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক