1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলছে অনুসন্ধান, সেরা ব্লগ অনুসন্ধান

২৮ ফেব্রুয়ারি ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধানের প্রতিযোগিতা শুরু হয়েছে গত ২৩শে ফেব্রুয়ারি৷ ইতিমধ্যে বেশ কিছু ব্লগ জমা হয়েছে, যেগুলো বাংলা ভাষা কিংবা বাংলাদেশ সম্পর্কিত৷

https://p.dw.com/p/10QWG

ভিডিও চ্যানেল ক্যাটেগরিতে জমা পড়েছে ‘আনকালচার্ড' নামক একটি ইউটিউব চ্যানেল৷ অসাধারণ এই চ্যানলটি মূলত বাংলাদেশি স্কুল শিক্ষার্থীদের নানা সুবিধা-অসুবিধা তুলে ধরছে৷ এরকম আরো অনেক ব্লগ জমতে শুরু করেছে প্রতিযোগিতার তালিকায়৷

খুব সহজ

ডয়চে ভেলের বাংলা ভাষার এবারকার বিচারক রেজওয়ানুল ইসলাম জানালেন, ববস্'এর নতুন ওয়েবসাইটি'র ব্যবহার বেশ সহজ এবং সাবলিল৷ সহজেই নাকি সেখানে যেকোন ব্লগ প্রতিযোগিতার জন্য নথিভুক্ত করা যায়৷ তিনি বলেন, আমি দ্য ববস ডটকম সাইটটিতে গিয়েছে এবং নিজেও দু'য়েকটি ব্লগ নমিনেট করে দেখেছি৷ আমার কাছে এই প্রক্রিয়া বেশ সহজ লেগেছে৷ কারণ, এটাতে দুটি সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুলকে নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে ফেসবুক এবং টুইটার৷ ফেসবুকের কথা বিশেষভাবে বলবো, কারণ আমাদের বাংলাদেশে এবং বাংলাভাষী অঞ্চলে ফেসবুকের চর্চা খুব৷ তাই, দ্য ববস ডটকম-এ খুব সহজেই ফেসবুক ব্যবহার করে যেকোন ব্লগ নথিভুক্ত করা যাবে৷

Rezwanul Islam Blog Blogger BOBs DW Bangladesch
এবারের বিচারক রেজওয়ানুল ইসলামছবি: Rezwanul Islam

আলোচনায় ব্লগ প্রতিযোগিতা

বাংলা ব্লগারদের মাঝেও এই প্রতিযোগিতা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠক মোখলেসুর রহমান মজা করে লিখেছেন, ‘‘আমরা নামি-দামি ব্লগার নই৷ আমরা যদি ব্লগ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি, তা হলে আমাদের জন্য কোন শান্তনা পুরস্কার থাকবে তো?'' আপনাকে বলছি, প্রতিযোগিতায় নিজের ব্লগটিকে আগে জমা দিন৷ তারপরে অপেক্ষা করুন, খোঁজ রাখুন৷

আগের বিজয়ীর কথা

গত বছর ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কারটি জয় করেন আলী মাহমেদ৷ এবছর আবারো প্রতিযোগিতা শুরুর খবরে বেশ উচ্ছ্বসিত তিনি৷ চাইছেন, তাঁর মতো অন্য কেউ জয় করুক এই আসর৷ তবে, নিজেকে এবার আর প্রতিযোগিতায় রাখতে চাননা আখাউড়ার এই ব্লগার৷ তিনি বলেন, আমিতো চাইবো যে, যত বেশি সংখ্যক ব্লগার বা ব্লগার নামের লেখকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক৷

BOB Gewinner Ali Mahmed
গতবারের সেরা বাংলা ব্লগার আলি মাহমেদছবি: DW

সময় ১১ মার্চ পর্যন্ত

এই প্রতিযোগিতায় নাম প্রস্তাব করা যাবে, ১১ই মার্চ পর্যন্ত৷ যেমনটা একটু আগেই রেজওয়ানের কাছে শুনলেন, যেকারো ব্লগ এখানে জমা দেওয়া যাবে মাত্র ১৫ সেকেন্ডে৷ তবে, কী বিষয়ের ব্লগ কোন ক্যাটেগরিতে বা ভাষায় জমা দিচ্ছেন সেদিকে খেয়াল রাখাটা সমীচীন৷ পছন্দের ব্লগটিকে বাংলা ভাষা ছাড়াও সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার, মানবাধিকার, সোশ্যাল অ্যাক্টিভিজম, সামাজিক সচেতনতায় প্রযুক্তি, ভিডিও চ্যানেল ইত্যাদি বিশেষ ক্যাটাগরিতেও জমা দিতে পারেন৷

উল্লেখ্য, ‘দ্য বব্স' এখন আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্লগ পুরস্কার হিসেবে স্বীকৃত৷ এবছরের প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১২ই এপ্রিল৷ আর বিশেষ বিভাগে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে জুন মাসে, জার্মানির, বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য