চলছে অনুসন্ধান, সেরা ব্লগ অনুসন্ধান
২৮ ফেব্রুয়ারি ২০১১ভিডিও চ্যানেল ক্যাটেগরিতে জমা পড়েছে ‘আনকালচার্ড' নামক একটি ইউটিউব চ্যানেল৷ অসাধারণ এই চ্যানলটি মূলত বাংলাদেশি স্কুল শিক্ষার্থীদের নানা সুবিধা-অসুবিধা তুলে ধরছে৷ এরকম আরো অনেক ব্লগ জমতে শুরু করেছে প্রতিযোগিতার তালিকায়৷
খুব সহজ
ডয়চে ভেলের বাংলা ভাষার এবারকার বিচারক রেজওয়ানুল ইসলাম জানালেন, ববস্'এর নতুন ওয়েবসাইটি'র ব্যবহার বেশ সহজ এবং সাবলিল৷ সহজেই নাকি সেখানে যেকোন ব্লগ প্রতিযোগিতার জন্য নথিভুক্ত করা যায়৷ তিনি বলেন, আমি দ্য ববস ডটকম সাইটটিতে গিয়েছে এবং নিজেও দু'য়েকটি ব্লগ নমিনেট করে দেখেছি৷ আমার কাছে এই প্রক্রিয়া বেশ সহজ লেগেছে৷ কারণ, এটাতে দুটি সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুলকে নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে ফেসবুক এবং টুইটার৷ ফেসবুকের কথা বিশেষভাবে বলবো, কারণ আমাদের বাংলাদেশে এবং বাংলাভাষী অঞ্চলে ফেসবুকের চর্চা খুব৷ তাই, দ্য ববস ডটকম-এ খুব সহজেই ফেসবুক ব্যবহার করে যেকোন ব্লগ নথিভুক্ত করা যাবে৷
আলোচনায় ব্লগ প্রতিযোগিতা
বাংলা ব্লগারদের মাঝেও এই প্রতিযোগিতা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠক মোখলেসুর রহমান মজা করে লিখেছেন, ‘‘আমরা নামি-দামি ব্লগার নই৷ আমরা যদি ব্লগ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি, তা হলে আমাদের জন্য কোন শান্তনা পুরস্কার থাকবে তো?'' আপনাকে বলছি, প্রতিযোগিতায় নিজের ব্লগটিকে আগে জমা দিন৷ তারপরে অপেক্ষা করুন, খোঁজ রাখুন৷
আগের বিজয়ীর কথা
গত বছর ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কারটি জয় করেন আলী মাহমেদ৷ এবছর আবারো প্রতিযোগিতা শুরুর খবরে বেশ উচ্ছ্বসিত তিনি৷ চাইছেন, তাঁর মতো অন্য কেউ জয় করুক এই আসর৷ তবে, নিজেকে এবার আর প্রতিযোগিতায় রাখতে চাননা আখাউড়ার এই ব্লগার৷ তিনি বলেন, আমিতো চাইবো যে, যত বেশি সংখ্যক ব্লগার বা ব্লগার নামের লেখকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক৷
সময় ১১ মার্চ পর্যন্ত
এই প্রতিযোগিতায় নাম প্রস্তাব করা যাবে, ১১ই মার্চ পর্যন্ত৷ যেমনটা একটু আগেই রেজওয়ানের কাছে শুনলেন, যেকারো ব্লগ এখানে জমা দেওয়া যাবে মাত্র ১৫ সেকেন্ডে৷ তবে, কী বিষয়ের ব্লগ কোন ক্যাটেগরিতে বা ভাষায় জমা দিচ্ছেন সেদিকে খেয়াল রাখাটা সমীচীন৷ পছন্দের ব্লগটিকে বাংলা ভাষা ছাড়াও সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার, মানবাধিকার, সোশ্যাল অ্যাক্টিভিজম, সামাজিক সচেতনতায় প্রযুক্তি, ভিডিও চ্যানেল ইত্যাদি বিশেষ ক্যাটাগরিতেও জমা দিতে পারেন৷
উল্লেখ্য, ‘দ্য বব্স' এখন আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্লগ পুরস্কার হিসেবে স্বীকৃত৷ এবছরের প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১২ই এপ্রিল৷ আর বিশেষ বিভাগে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে জুন মাসে, জার্মানির, বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ