ভারতে দুর্নীতি সম্পর্কে ছবি মুক্তি পাচ্ছে
২০ জানুয়ারি ২০১২২০১১ সালে ভারতে দুর্নীতির বিরুদ্ধে গণ আন্দোলন বিশ্বের নজর কেড়েছিল৷ আন্না হাজারের নেতৃত্বে একদল মানুষ কড়া আইনের দাবিতে সংসদের উপর যে অভূতপূর্ব চাপ সৃষ্টি করেছিলেন, তা ভোলা যায় না৷ সেই দুর্নীতির বিষয়টি এবার উঠে আসছে বলিউডের পর্দায়৷ এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও বিভিন্ন ছবিতে চরম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের কাহিনি ফুটে উঠেছে৷ তাদের মধ্যে কয়েকটিতে অবশ্য এমন অবাস্তব সব সমাধানসূত্র তুলে ধরা হয়েছে, যা শুধু মনোরঞ্জনের জন্যই উপযুক্ত৷
এবার মুক্তি পাচ্ছে দুর্নীতি-বিরোধী নতুন একটি ছবি, যার নাম ‘গলি গলি মে চোর হ্যায়'৷ আন্নার আন্দোলনের ঠিক পরে তৈরি বলে ছবিটি বিশেষ নজর কাড়বে বলে পর্যবেক্ষকেরা মনে করছেন৷ অভিনেতাদের মধ্যে রয়েছেন অক্ষয় খান্না, শ্রিয়া শরণ ও মুগ্ধা গডসে৷ পরিচালক রুমি জাফ্রি৷ মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে এক মধ্যবিত্ত পরিবারের কাহিনি এটি৷ ছোট্ট একটি ঘটনা পরিবারের সদস্যদের জীবন বদলে দেয়৷ একের পর এক ঘটনার ফলে পরিবারের সদস্যরা নিজেদের অজান্তেই কীভাবে চরম দুর্নীতির শিকার হচ্ছে, তা দেখা যাবে ছবিটিতে৷ আগামী ৩রা ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে৷
শ্রিয়া জানিয়েছেন, ছবির বিষয় দুর্নীতি হলেও হাস্যরসের অভাব নেই৷ ‘‘কিন্তু ছবিটি দেখে হাসিমুখে সিনেমা হল থেকে বেরোলেও দর্শককে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করতেই হবে৷ সমাজে দুর্নীতির নানা দিক নিয়ে ভাবতে হবে৷ মনে হবে, সবাই মিলে একযোগে দুর্নীতির মোকাবিলা করি, যাতে গোটা দেশ থেকে দুর্নীতি একেবারে নির্মূল হয়ে যায়৷ কারো পক্ষে একা এর মোকাবিলা করা সহজ নয়৷ পরস্পরকে দোষারোপ না করে সক্রিয়ভাবে গোটা ব্যবস্থায় পরিবর্তন আনার বার্তা রয়েছে ছবিটির মধ্যে'', বলেন শ্রিয়া৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক