প্রকাশ্যে বক্তব্য রাখলেন জ্যাকসনের চিকিৎসক
১৯ আগস্ট ২০০৯সংক্ষিপ্ত এক ভিডিও বার্তায় তিনি বলেছেন,‘‘ আমার যা করার সবই করেছি৷ সত্য কথা বলেছি এবং আমার বিশ্বাস সত্যের জয় হ বে৷'' ‘টিএমজেড ডট কম' নামের এক সেলিব্রেটি ওয়েবসাইটে দেয়া বার্তায় কনরাড মারে বলেন, মাইকেলকে ভালো রাখার জন্য যা করা হয়েছে তার চেয়ে বেশি কিছু তার পক্ষে করা সম্ভব ছিল না৷
চাঁদের বুকে হেঁটে, গান গাইতে গাইতে বিশ্বকে মাতিয়ে রাখা মাইকেল জ্যাকসন মারা গেছেন, প্রায় দুই মাস হতে চললো৷ কিন্তু এখনো তার মৃত্যু রহস্যে ঢাকা৷ এমনকি তার জীবন, সহায় সম্পত্তি সবই রয়ে গেছে ধারণার বাইরে৷ পরিচিত জন, আত্মীয় বা বন্ধু বান্ধবরাও বলতে পারছেন না মৃত্যুর সময় জ্যাকসন ঠিক কতটা অসুস্থ ছিলেন বা কেনইবা তার এই অকাল প্রয়াণ৷
নানা রকমের সন্দেহের দানা জমাট বাঁধতে শুরু করেছে৷ ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট যতক্ষণ না পাওয়া যাচ্ছে, জল্প না কল্পনা থামবেনা৷আসল রহস্য উদ্ঘাটন করা না গেলেও ধারণা করা হচ্ছে অতিরিক্ত ওষুধ সেবনের প্রতিক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে এই সুপার স্টারের৷ শেষ মুহূর্তে মাইকেল জ্যাকসনের কাছে থাকা তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে গা ডাকা দেন৷ যুক্তরাষ্ট্রের ওষুধ তদারকি কর্তৃপক্ষ এবং লস এঞ্জেলেস পুলিশ গেল মাসের ২৪ তারিখ তল্লাশি চালায় কনরাড মারের উত্তর হিউস্টনের আর্মস্ট্রং মেডিক্যাল ক্লিনিকে৷ মাইকেলের মৃত্যুর আগে দেয়া চেতনানাশক ইঞ্জেকশনের খোঁজেই মূলত ঐ তল্লাশি চালানো হয়৷ পুলিশ ঐসময় তার গাড়িটিও বাজেয়াপ্ত করে ৷
মঙ্গলবার প্রকাশিত এই ভিডিও ক্লিপে মাইকেলের ডাক্তার বলছেন যে তিনি এপর্যন্ত যা বলছেন তার সবই সত্য৷ তিনি তার বন্ধু , পরিবার বা নিকট আত্মীয়দের ধন্যবাদ দেন তার কথায় আস্থা রাখার জন্য৷
কনরাড তার অবস্থান সম্পর্কে বলেন, বর্তমান ঘোলাটে পরিস্থিতির জন্য তিনি তার ফোন বা ইমেইল ব্যবহার করছেন না৷ তার মতে, বর্তমান ভিডিওটি এই বার্তাই বহন করে যে তিনি পুরো পরিস্থিতি সম্পর্কে জানেন৷
প্রতিবেদক: ঝুমুর বারী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক