1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু নিয়ে জটিলতা দূর করতে চান নতুন যোগাযোগমন্ত্রী

৭ ডিসেম্বর ২০১১

যোগাযোগমন্ত্রীর দফতর বদলের পরও পদ্মা সেতু প্রকল্পের কাজের অনিশ্চয়তা কাটবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন বিশ্লেষকরা৷ তবে সবকিছু নির্ভর করছে এই পরির্তনকে বিশ্বব্যাংক কিভাবে নেয় তার উপর৷

https://p.dw.com/p/13NjT
ফাইল ফটোছবি: dapd

বাংলাদেশের সবচেয়ে বড় সেতু প্রকল্পের কাজ শুরুই এখন নতুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য বড় চ্যালেঞ্জ৷ তিনি নিজেও সেটা জানেন৷ তাই এরি মধ্যে তিনি এর জটিলতা নিরসনে কাজও শুরু করেছেন৷ কিন্তু সেই কাজ কি ধরনের তা তিনি ঠিক এখনই প্রকাশ করবেন না৷ তবে তিনি আশাবাদী৷

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন স্থগিত করেছে দুর্নীতির অভিযোগ তুলে৷ তাদের অভিযোগ ছিল সরাসরি সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকে৷ এখন তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়ার পর নতুন যোগাযোগমন্ত্রী বরফ গলাতে পারবেন কিনা প্রশ্ন ছিল তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খানের কাছে৷ তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে অনেক দেরিতে৷ ফলে জটিলতা থেকেই গেছে৷ তবুও তার আশা নতুন যোগাযোগমন্ত্রী তার চ্যালেঞ্জে জয়ী হবেন৷ তা না হলে এটি হবে সরকারের বড় কুটনৈতিক ব্যর্থতা৷

আর অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, পদ্মা সেতুর জন্য আমাদের বিশ্বব্যাংকের অর্থ সহায়তা প্রয়োজন৷ তাই সরকার একটু নমনীয় হয়ে কিছু পরিবর্তন এনেছে৷ তবে এতে বিশ্বব্যাংক কতটুকু সাড়া দেবে তা নির্ভর করছে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের কোন ধরনের আলোচনা হয়েছে তার উপর৷

২০১৪ সালের মধ্যে ৩০০ কোটি ডলারের এই পদ্মা সেতু প্রকল্প শেষ হওয়ার কথা ছিল৷ কিন্তু জটিলতা কাটাতে না পারলে নিকট ভবিষ্যতে সেতু প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য