পদ্মা সেতু প্রকল্পে বিকল্প অর্থায়নের খোঁজে বাংলাদেশ
২১ অক্টোবর ২০১১পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করার পর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিচ্ছিন্নভাবে বক্তব্য দেয়া হয়েছে৷ কিন্তু এবার প্রেসনোটের মাধ্যমে বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে এখনো তা প্রমাণিত হয়নি৷ এই প্রকল্পে দুর্নীতি হতে পারে এমন ধারণা করে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করে ঠিক করেনি৷ টেন্ডার মূল্যায়নের কাজ স্থগিত করার সিদ্ধান্তও যথার্থ হয়নি৷ ক্যানাডিয়ান প্রতিষ্ঠান এস এন সি লাভালিন দুর্নীতি করে থাকলে তাদের বাদ দিয়ে কাজ এগিয়ে নেয়া যেতে পারে৷ প্রেসনোটে আরো বলা হয়েছে, ইসলামিক উন্নয়ন ব্যাংক সেতু প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবে৷ শিগগিরই তাদের অর্থায়নে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংযোগ সেতুর কাজের জন্য আলাদাভাবে দরপত্র আহ্বান করা হবে৷এছাড়া মালয়েশিয়া সরকার পদ্মা সেতু প্রকল্পে স্বল্প সুদে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে৷ সেদেশের বিশেষ দূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানান৷ তবে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে প্রেসনোটে জানান হয়েছে৷
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ার আগেই ভিত্তিহীন কথা বলা হচ্ছে৷ সাংবাদিকদের একথা জানান সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ৷ প্রধানমন্ত্রী বলেছেন, যেকোন মূল্যে বর্তমান সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে৷ সাংবাদিকদের এই তথ্য দেন তোফায়েল আহমেদ এমপি৷
অন্যদিকে বিএনপির আমলের যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, তার সময়ে পদ্মা সেতু প্রকল্পে কোন দুর্নীতি হয়নি৷ বরং বর্তমান সরকারের যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালকে কমিশন নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক