1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রস্তাবিত ঢাকা মেট্রো রেলের গতিপথ পরিবর্তন হবেনা: শেখ হাসিনা

২৬ অক্টোবর ২০১১

বিমান বাহিনীর আপত্তির কারণে প্রস্তাবিত ঢাকা মেট্রো রেলের গতিপথ পরিবর্তন হবেনা বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেছেন, মেট্রো রেল হবে মিরপুরের রোকেয়া সরণি হয়ে৷

https://p.dw.com/p/12zfQ
পদ্মা নদিছবি: DW/Swapan

প্রস্তাবিত মেট্রোরেলের গতিপথ নিয়ে আপত্তি ছিল বিমানবাহিনীর৷ তাদের মতে বিজয় সরণি দিয়ে মেট্রো রেল গেলে বিমান বাহিনীর তেজগাঁ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হবে৷ বিমান উড্ডয়ন এবং অবতরণ বাধাগ্রস্ত হবে৷ আর সে কারণে সংসদ ভবন এলাকা দিয়ে মেট্রো রেলের বিকল্প পথ ভাবা হচ্ছিল৷ আর এই নতুন পরিকল্পনার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে উঠেছিলেন সুশীল সামাজের প্রতিনিধিরা৷ তাদের যুক্তি ছিল সংসদ ভবনের ভিতর দিয়ে মেট্রো রেল গেলে লুই কানের করা সংসদ ভবনের মূল নকশা ক্ষতিপ্রস্ত হবে৷ তবে গত রাতে সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগের নকশাতেই মেট্রো রেল হবে৷ মেট্রো রেলের উচ্চতা কমিয়ে দিলে তেজগাঁ বিমানবন্দরে বিমান উড্ডয়ন এবং অবতরণ বাধাগ্রস্ত হবেনা৷

তবে যারা সংসদ ভবনের নকশা ক্ষতিগ্রস্ত হবে বলে সংসদ ভবনের ভিতর দিয়ে মেট্রো রেলের বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী তাদের সমালোচনা করেন৷ তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যেতে সংসদ ভবনের লেকে সেতু নির্মাণ করে যখন মূল নকশা ক্ষতিগ্রস্ত করা হয়েছিল তখন কিন্তু সবাই চুপ ছিলেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান, শিগগিরই পদ্মা সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হবে৷

এদিকে অনির্ধারিত এক আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া৷ এজন্য তারা রোডমার্চ করছেন৷ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হতে পারেনা৷ খালেদা জিয়া তাদের রক্ষা করতে চাইলে আদালতে যেতে পারেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য