1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রিডম পুরস্কারে ভূষিত মালালা

১১ অক্টোবর ২০১৩

এবার ইউরোপীয় পার্লামেন্টের ‘সাখারভ প্রাইজ ফর ফ্রিডম অফ থট' পুরস্কারে ভূষিত হলেন মালালা ইউসুফজাই৷ বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করা হয়৷

https://p.dw.com/p/19xZM
Pakistani student Malala Yousafzai receives the XXV International Prize of Catalonia award from Artur Mas, president of the Catalan regional government, at the Generalitat Palace in Barcelona, on July 26, 2013. The International Prize of Catalomia have been shared with Former prime minister of Norway Gro Harlem Brundtland.The "Premi Internacional Catalunya" gives recognition to the work of individuals who have contributed to the development of cultural, scientific and human values around the world. The winner receives a prize fund of 80,000 euros (106.100 USD) and a piece of art. AFP PHOTO / QUIQUE GARCIA (Photo credit should read QUIQUE GARCIA/AFP/Getty Images)
ছবি: Getty Images/Afp/Quique Garcia

একের পর এক পুরস্কারে ভূষিত হচ্ছেন পাকিস্তানের নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই৷ শান্তিতে নোবেল ঘোষণার আগের দিন ঘোষিত হল ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ মানবাধিকার পুরস্কার৷ নারী শিক্ষার জন্য লড়াইয়ের কারণে মালালা পেয়েছেন এই পুরস্কার৷ নারী শিক্ষায় সমর্থন দেয়ার জন্য গত বছর অক্টোবরে তালেবান হামলার শিকার হয়েছিলের ১৬ বছর বয়সি এই কিশোরী৷

ইউরোপিয়ান পিপলস পার্টির চেয়ারম্যান এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য জোসেফ ডাউল বলেছেন, যেসব অঞ্চলে নারীকে সম্মান এবং তাদের অধিকার সম্পর্কে কথা বলতে দেয়া হয় না, সেখানকার নারীদের শিক্ষার জন্য মালালার লড়াই আসলেই প্রশংসার যোগ্য৷ বলেছেন, এখনকার সব কিশোর-কিশোরীদের জন্য মালালা একজন আইকন এমন একটি আলোকবর্তিকা, যেখানে সে যাবে সেখানকার সব অন্ধকার দূর করবে৷

ইউরোপের তিনটি রাজনৈতিক দল মালালার কাজের জন্য তাকে মনোনয়ন দিয়েছিল৷ পুরস্কার হিসেবে মালালা পাবেন ৫০ হাজার ইউরো৷ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁসকারী এনএসএ-র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনও এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন৷ আগামী ২০শে নভেম্বর এই পুরস্কার তুলে দেয়া হবে মালালার হাতে৷

মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি এবং আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাও এই পুরস্কারে ভূষিত হয়েছেন৷ গত বছর এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ইরানের মানবাধিকার কর্মী নাসরিন সতৌদেহ এবং জাফর পানাহি৷

এপিবি/এসবি (ডিপিএ,এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য