আদিলুরের দুই বছরের কারাদণ্ড
১৪ সেপ্টেম্বর ২০২৩ঢাকার মতিঝিলে ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযানে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এই কারাদণ্ড দেয়া হয়৷
বৃহস্পতিবার বিকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন৷ কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে৷
এর আগে ২০১৩ সালে অধিকারের সম্পাদক আদিলুর এবং সংগঠনটির পরিচালক নাসির উদ্দিনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়৷ তারা দুই জনই জামিনে ছিলেন৷ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহত হয়েছিল বলে দাবি করে অধিকার৷ সরকারের পক্ষ থেকে সংখ্যাটি ১৩ বলে জানানো হয়৷
বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন পুলিশের গোয়েন্দা শাখা সাধারণ ডায়েরি করে৷ পরে সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হিসেবে নথিভুক্ত হয়৷
এদিকে ড. মুহাম্মদ ইউনূস এবং মানবাধিকার সংস্থা অধিকারের দুই নেতাসহ বাংলাদেশে মানবাধিকারকর্মীদের আইনি প্রক্রিয়ায় 'নিরবচ্ছিন্ন হয়রানির’ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক৷
'অধিকার'-সহ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে বৃহস্পতিবার দুপুরে 'মোশন ফর অ্যা রেজোলিউশন' শিরোনামে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে৷
এফএস/এসিবি (দ্য ডেইলি স্টার)