1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অধিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার রায় পেছালো

৭ সেপ্টেম্বর ২০২৩

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক ও পরিচালকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে৷

https://p.dw.com/p/4W2rY
ফাইল ফটো
ফাইল ফটোছবি: Sazzad Hossain

মামলার রায় প্রকাশের নতুন তারিখ ঠিক করা হয়েছে ১৪ সেপ্টেম্বর৷ ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার আজ (৭ সেপ্টেম্বর) এই তারিখ নির্ধারণ করেছেন৷   

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনরত নেতাকর্মীদের সরাতে পরিচালিত অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে মামলা করা হয়৷ দুইজনই বর্তমানে জামিনে রয়েছেন৷ 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত এই অভিযানে ৬১ জন মারা যাওয়ার দাবি করেছিলো অধিকার৷ সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা ১৩ বলে জানানো হয়৷ 

মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ২০১৩ সালের ১০ জুন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এর করা সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হিসেবে নথিভুক্ত হয়৷ 

এসএইচ/ কেএম (দ্য ডেইলি স্টার)