1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন সাজে হলিউড

৫ ডিসেম্বর ২০১২

আগামী বছর নব্বইয়ে পা রাখছে হলিউড৷ তবে উৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকেই৷ সবার আগে পাহাড়ের উপর বসানো বিশাল ‘লোগো’ চুনকাম করা হলো৷

https://p.dw.com/p/16wDM

লস এঞ্জেলেস বিমানবন্দরে ওঠানামার সময় বিমান থেকেই দেখা যায় হলিউডের মহিমা৷ শহরের উত্তরে মাউন্ট লি পাহাড়ের উপর হলিউড শব্দটির ন'টি অক্ষর ১৫ মিটার দীর্ঘ বিশাল ত্রিমাত্রিক শৌধের মতো পাশাপাশি রাখা আছে৷ শহরের বিভিন্ন প্রান্ত থেকেও দেখা যায় সেই দৃশ্য৷ রাতে আলোকিত হয়ে ওঠে অক্ষরগুলি৷

Symbolbild Filmregisseur
আগামী বছর নব্বইয়ে পা রাখছে হলিউডছবি: mipan - Fotolia.com

গত দুই মাস ধরে চুনকামের পর মঙ্গলবার উন্মোচিত হয়েছে এই লোগো৷ ৩৬০ গ্যালন রঙ লেগেছে এই কাজ করতে৷ ব্যয় হয়েছে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ডলার৷ তবে দেশটা অ্যামেরিকা বলে কথা! রঙ কোম্পানিই নিজের পকেট থেকে এর মধ্যে এক লক্ষ ৪০ হাজার ডলার দিয়েছে৷ কারণ এর মাধ্যমে তাদের যে বিজ্ঞাপন হচ্ছে, তা থেকে বিশাল ফায়দা তুলতে পারবে তারা৷ তবে শুধু রঙ নয়, কাঠামোটিকে শক্তিশালী রাখতে আরও অনেক কাজ করতে হয়েছে৷

মিস্ত্রিদের যে দল এই কঠিন কাজটি সেরেছে, তাদের বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে৷ এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে তারা বেশ গর্বিত৷ তাদেরই একজন ভিক্টর গ্যালিন্ডো৷ তিনি বলেন, হলিউডের প্রথম অক্ষর ‘এইচ' রঙ করতেই বেশ বেগ পেতে হয়েছিল৷ তারপর বাকি অক্ষরগুলি নিয়ে আর তেমন সমস্যা হয় নি৷ এরপর কাজ বেশ দ্রুত এগিয়েছে৷

পাহাড়ের বুকে এই অক্ষরগুলি শহরের অন্যতম প্রধান আকর্ষণ৷ পর্যটকদের ভিড় লেগেই থাকে৷ অনেকে পাহাড় বেয়ে উঠে অক্ষরগুলির কাছাকাছি গিয়ে দেখতে চান৷ অথচ এমনটা যে হবে, সেটা কেউ ভাবতেই পারে নি৷ কারণ ১৯২৩ সালে গোটা এলাকায় বসতি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ মূল শহর থেকে দূরের এই এলাকায় বাড়িঘর তৈরির কাজ শুরু করেছিল ‘হলিউডল্যান্ড' নামের এক কোম্পানি৷ তারাই বিজ্ঞাপন হিসেবে এই বিশাল অক্ষরগুলি খাড়া করে৷ তারপর গত শতাব্দীর চল্লিশের দশকে ‘ল্যান্ড'-এর চারটি অক্ষর তুলে নেওয়া হয়৷ তারপর বেশ কিছুকাল অবহেলিত ছিল অক্ষরগুলি৷ সত্তরের দশকে অর্থ সংগ্রহ করতে অক্ষরগুলিকে ‘দত্তক' দেওয়ার উদ্যোগ নেওয়া হয়৷

এসবি/ডিজি (এএফপি)