লোহানের কাণ্ড
১ ডিসেম্বর ২০১২গত পাঁচ ছয়টি বছর ধরে একের পর এক অঘটন বাধিয়ে মিডিয়ার খোরাক হয়েছেন লিন্ডসে লোহান৷ অবৈধ মাদক নিয়ে চলাফেরা, মাতাল হয়ে গাড়ি চালানো, দোকানে ঢুকে গয়না চুরি, পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া এমনকি মারামারি পর্যন্ত৷ এই কারণে কখনো তাঁকে পুনর্বাসন কেন্দ্রে, কখনো কারাগারে দিন কাটাতে হয়েছে৷ তবে শেষ পর্যন্ত খ্যাতির জোরে সব জায়গাতেই পার পেয়ে গেছেন৷
সর্বশেষ ঘটনায় নিউইয়র্কের পুলিশ তাঁকে গ্রেফতার করেছে৷ অভিযোগ এসেছে, ২৮ বছর বয়সি এক মহিলাকে ঘুঁষি মেরেছেন তিনি৷ এর আগে গত সেপ্টেম্বরে ম্যানহাটানে তাঁর গাড়ি এক পথচারিকে ধাক্কা দেয়৷ তবে সেবার পুলিশ তাঁকে শুধু গ্রেফতার করলেও আর কিছু হয় নি৷ তবে এবার নাকি সব অভিযোগ আদালতে তোলা হবে এমন খবর পাওয়া গেছে৷ সেটা যদি হয় তাহলে আবারও জেলের ভাত খেতে হবে ২৬ বছরের অভিনেত্রী লোহানকে৷
এতদিন ধরে আদালতের কাছ থেকে শর্ত মেনে নিয়ে জেলের বাইরে ছিলেন লোহান৷ গত মার্চ মাসে লস এঞ্জেলেসের আদালতের বিচারক তাঁকে ২০১৪ সাল পর্যন্ত এসব শর্ত মেনে চলার নির্দেশ দেন৷ সেই বিচারক লোহানকে উপদেশও দেন, নাইট ক্লাবে ঘোরা বন্ধ করে কাজের প্রতি মনোযোগ দেওয়ার৷ তবে আদালতের সেই উপদেশ যে কানে তোলেননি লোহান সেটা স্পষ্ট৷
আরআই/এএইচ (রয়টার্স)