২৪ ঘন্টার মধ্যে সির্তের নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব, বলছে এনটিসি যোদ্ধারা
৯ অক্টোবর ২০১১কদিন লাগতে পারে
এনটিসির যোদ্ধারা বলছেন ২৪ ঘন্টার মধ্যেই সেটা সম্ভব হতে পারে৷ কেননা শহরের মূল অঞ্চলগুলোর অধিকাংশ তারা দখল করে ফেলেছেন৷ সির্ত দখল প্রক্রিয়ার শুরু থেকেই যোদ্ধাদের অন্যতম লক্ষ্য ছিল দুর্গের মতো দেখতে একটি কনফারেন্স সেন্টারের নিয়ন্ত্রণ নেয়া৷ আজ সেটা সম্ভব হয়েছে৷ এছাড়া সির্ত বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় হাসপাতালও তারা দখল করে নিয়েছে বলে জানিয়েছে৷ তাই এনটিসির কম্যান্ডাররা এখন মনে করছেন সির্তের পশ্চিম ও পূর্ব দিক থেকে আক্রমণ চালানো এনটিসি যোদ্ধাদের মধ্যে সমন্বয় হওয়ার পর দখল নিতে বেশি সময় লাগবেনা৷
কেন এত সময় লাগছে
ত্রিপোলি পতন হতে দুদিনের বেশি সময় লাগেনি৷ কিন্তু সির্তের নিয়ন্ত্রণ পেতে অনেকদিন লাগছে এবং এতে হতাহতও হচ্ছে অনেক বেশি৷ কারণ সির্তের জনগণের বেশিরভাগই গাদ্দাফির সেনাবাহিনীর সদস্য৷ ফলে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারছে৷ এখন পর্যন্ত প্রায় ২৩ জন এনটিসি যোদ্ধা মারা গেছে আর আহত হয়েছে প্রায় ৩৩০ জন৷ এর মধ্যে শনিবার মারা গেছে ছয় এনটিসি যোদ্ধা৷ এনটিসির চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিলও স্বীকার করেছে যে, তারা বুঝতে পারেন নি সির্তেতে তারা এতটা প্রতিরোধের মুখে পড়বেন৷
গাদ্দাফি কোথায়?
এনটিসি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধারণা সাহারা মরুভূমির কোনো এক জায়গায় পালিয়ে আছেন গাদ্দাফি৷ সমর্থক তুয়ারেগ সম্প্রদায়ের লোকজন হয়তো তাঁকে আগলে রেখেছে৷ আর গাদ্দাফির এক ছেলে মুতাসিম, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তিনি হয়তো সির্তেতে লুকিয়ে আছেন৷ আর গাদ্দাফির সবচেয়ে আলোচিত ছেলে সাইফ আল ইসলাম রয়েছেন বানি ওয়ালিদে৷ উল্লেখ্য, সির্তের মতো এই শহরটিও এখনো গাদ্দাফির সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে৷ তবে শহরের চারপাশে অনেকদিন ধরেই অবস্থান নিয়ে আছে এনটিসির যোদ্ধারা৷ কেন্দ্র থেকে নির্দেশ না থাকায় তারা শহর আক্রমণে যেতে পারছেন না৷ নতুন শাসক এনটিসি অবশ্য বানি ওয়ালিদ নিয়ে এখন ততটা চিন্তিত নয়৷ সরকার মনে করছে সির্তের দখল পাওয়া গেলেই দেশটির সব বন্দরের নিয়ন্ত্রণ পাওয়া যাবে এবং তখন স্বাধীনতা ঘোষণা করা যাবে৷ ঘোষণা করা যাবে নির্বাচনের তারিখও৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম