হিযবুত তাহরিরের আন্তর্জাতিক নেটওয়ার্ক খুবই শক্ত: ব়্যাব
২৫ জানুয়ারি ২০১২সেনা অভ্যুত্থানের ব্যর্থ ষড়যন্ত্রের পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে হিযবুত তাহরিরের সমন্বয়ক মহমুদুল বারীর নাম৷ এই মাহমুদুল বারীকে গত বছর বিমানন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল৷ কিন্তু সে কিছুদিন পর জামিনে ছাড়া পেয়ে আবার হিযবুত তাহরিরের কাজ শুরু করে৷ গোয়ান্দারা বলছেন, এরকম আরো অনেক তাহরির নেতা-কর্মীকে গ্রেফতারের পর তারা জামিনে ছাড়া পায়৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, জামিন দেয়া আদালতের এক্তিয়ার৷ তবে তাদের কাছে তথ্য রয়েছে, জামিন পাওয়া হিযবুত তাহরির সদস্যরা আবার পুরোমাত্রায় সক্রিয়৷ আর ব়্যাবের পরিচালক কমান্ডার সোহায়েল জানান, শুধু দেশে নয় তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কও অনেক শক্ত৷
এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে৷ বাড়ানো হয়েছে নজরদারি, জানালেন গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম৷
অভ্যুত্থানের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর গত কয়েকদিনে বেশ কিছু হিযবুত তাহরির নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে চিকিৎসক ও সরকারি কর্মকর্তাও আছেন৷ আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন৷ তিনি বলেন, শুধু গ্রেফতার নয় তাদের তৎপরতা বন্ধ করতে হলে ধর্মের ইতিবাচক দিক তুলে ধরতে হবে৷ ধর্মে যে জঙ্গি তৎপরতার জায়গা নেই তা মানুষকে বুঝাতে হবে৷
গোয়েন্দারা জানান, হিজবুত তাহরির দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সক্রিয় রয়েছে৷ তারা মেধাবি শিক্ষার্থীদের টার্গেট করছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক