হিযবুত তাহরিরের দুই সদস্যকে গ্রেফতার
২৪ জানুয়ারি ২০১২ঢাকার গুলশান এলাকা থেকে হিযবুত তাহরিরের দুই সদস্য ফজলে ওহাব লিটু এবং আশফাক ই জামানকে গোয়েন্দরা গ্রেফতার করেন সোমবার ভোর রাতে৷ এদের মধ্যে আশফাক ই জামান স্থানীয় সরকার মন্ত্রণালযের একটি প্রকল্পে তথ্য প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করেন৷
তাদের কাছে থেকে খেলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান, ৩টি ল্যাপটপ, সিডি ও সরকার বিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয়েছে৷ তবে তারা বলছে, তারা ধর্মের পথে মানুষকে দাওয়াত দেয়া ছাড়া সরকার বিরোধী কোন কাজে যুক্ত নন৷ যা দাবি করেন তাহরির সদস্য ফজলে ওহাব লিটু৷
কিন্ত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান তারা দীর্ঘদিন ধরে সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন৷ তাদের দায়িত্ব হল সরকাররি প্রশাসনে হিযবুত তাহরিরের সদস্য বাড়ানো৷ আর এর উদ্দেশ্য সরকারের গোপন তথ্য জানা৷ তিনি জানান, বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন৷ তাই হিযবুত তাহরিরের কর্মতৎপরতার ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে৷
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের ব্যর্থ ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিন পর নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির আবার আলোচানায় এসেছে৷ওই ষড়যন্ত্রের সঙ্গে হিযবুত তাহরিরও জড়িত বলে গত সপ্তাহে সেনা সদর দফতরের সংবাদ সম্মেলনে জানান হয়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক