থেমে নেই নিষিদ্ধ হিযবুত তাহরীর
১০ মে ২০১০রাষ্ট্র বিরোধী কার্যকলাপ এবং ইসলামের নামে উগ্রবাদী তৎপরতা চালানোর অভিযোগে গত বছরের ২৩শে অক্টোবর বাংলাদেশে হিযবুত তাহরীর নামে জঙ্গি ইসলামী সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়৷ এরপর হিযবুত তাহরীর বাংলাদেশের প্রধান মহিউদ্দিন আহমেদকে গৃহবন্দি করা হয়৷ তারপরও হিযবুত তাহরীরের তৎপরতা বন্ধ না হওয়ায় গত ২০শে এপ্রিল তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান হয়৷ গ্রেপ্তার করা হয় সেকেন্ড ইন কমান্ড কাজী মোরশেদুল হককে৷ কিন্তু তারপরও থেমে নেই হিযবুত তাহরীর৷ লিফলেট বিলির সময় গত ২ দিনে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে গ্রেপ্তার হওয়ার পর তারা অকপটে সাংগঠনিক তৎপরতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে৷
অন্যদিকে বাড্ডা এলাকা থেকে আটক হওয়া হিযবুত তাহরীর কর্মীরা দাবি করেন, হিযবুত তাহরীরকে অবৈধভাবে নিষিদ্ধ করা হয়েছে৷ তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে৷ বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ জানান, বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় যাদের তারা বৈঠক করছিলেন৷তাদের কাছ থেকে লিফলেট ও বইপত্র উদ্ধার করা হয়েছে৷
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হিযবুত তাহরীর কর্মীদের তৎপরতার খবর তাঁরা পাচ্ছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক