সেরা বাদ্যযন্ত্র পাওয়া যায় জার্মানির যে শহরে
২৩ অক্টোবর ২০২০মার্কনয়কিয়ের্শেন এক কথায় সংগীতশিল্পীদের স্বর্গ৷ জার্মানির পূবের সীমানায় অবস্থিত এই শহরের জনসংখ্যা আট হাজারেরও কম৷ কিন্তু সেখানে প্রায় একশো বাদ্যযন্ত্র প্রস্তুতকারক রয়েছে৷ কয়েকজন বেহালা কারিগর প্রায় সাড়ে তিনশো বছর আগে এই ধারা শুরু করেছিলেন৷
বাদ্যযন্ত্রের প্রয়োজন হলে কাসেল স্টেট অর্কেস্ট্রার কাটিয়া ভিক-এর মতো সংগীতশিল্পীরা আজ দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে আসেন৷ বিখ্যাত বেহালা প্রস্তুতকারক একার্ড সাইডেল তাঁর ছেলে ও শিক্ষানবিসের সঙ্গে দীর্ঘ ঐতিহ্য ধরে রেখেছেন৷ তাঁরা ইটালির বিখ্যাত বাদ্যযন্ত্রের কারিগর আন্টোনিও স্ট্রাডিভারি ও স্থানীয় কারিগরদের পদ্ধতি কাজে লাগান৷ একার্ড বলেন, ‘‘আমাদের প্রত্যেকটি বাদ্যযন্ত্র নির্দিষ্ট কোনো সংগীতশিল্পীর জন্য আলাদা করে প্রস্তুত করা হয়৷ বেশিরভাগ ক্ষেত্রে তাঁরাই নিজেদের গুণ অনুযায়ী অর্ডার দেন৷ বলতে পারেন, আমরা ধ্বনির ক্ষেত্রে দরজির মতো কাজ করি৷’’
স্মিট মাউথপিস মেকারও ১৭৯০ সাল থেকে পারিবারিক ব্যবসা চালিয়ে আসছে৷ তারাও অর্ডার অনুযায়ী বাদ্যযন্ত্র তৈরি করে৷ মাক্স হ্যার্টলাইন ও তাঁর পিতামহ মাউথপিস, ট্রাম্পেট ও ব্রাসের মতো বাদ্যযন্ত্র তৈরি করেন৷ দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ায়ও সেগুলির ক্রেতা রয়েছে৷ হাতে তৈরি ট্রাম্পেটের দাম তিন হাজার ইউরো হতে পারে৷ কারখানায় তৈরি সাধারণ বাদ্যয়ন্ত্রের সঙ্গে তুলনা করলে তবেই এমন বস্তুর মূল্য বোঝা সম্ভব৷ মাক্স বলেন, ‘‘আমরা চিরায়ত পদ্ধতি কাজে লাগাই৷ পিটিয়ে, হাতুড়ি মেরে, পালিশ করে ধাতুর আকার স্থির করি৷ গোটা প্রক্রিয়ার ফলে অত্যন্ত পাতলা অথচ মজবুত উপকরণ তৈরি হয়, যা স্পষ্ট ধ্বনির জন্য জরুরি৷’’
রনে হেনকেট নেদারল্যান্ডসের তারকা বেহালাবাদক ও কন্ডাকটর আন্দ্রে রিউ-র অর্কেস্ট্রায় ট্রাম্পেট বাদক৷ তিনি মাউথপিস কিনতে এখানে আসেন এবং সেই সুযোগে নানা বাদ্যযন্ত্র ঘেঁটে দেখেন৷ রনে বলেন, ‘‘এই ট্রাম্পেটগুলি বাজিয়ে দেখলে সত্যি অনুভব করা যায়, যে কোনো পুরানো ধাতুর টুকরো হাতে নেই৷ সেটি সৃষ্টির পেছনে যত্ন টের পাওয়া যায়৷ সংগীতশিল্পী হিসেবে এমন অনুভূতি ভালো লাগে৷’’
টর্স্টেন প্রয়েস শিক্ষানবিস হিসেবে মার্কনয়কিয়ের্শেন শহরে এসেছিলেন৷ তারপর তিনি নিজেই সেখানে দোকান খোলেন৷ তাঁর ‘প্রয়েস গিটার্স’ কোম্পানি ইলেকট্রিক, ওয়েস্টার্ন ও কনসার্ট গিটার তৈরি করে৷
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দামী কাঠ থেকে শুরু করে নানা উপকরণ দিয়ে সেই সব গিটার তৈরি হয়৷ তবে কাঠ যথেষ্ট পুরানো হতে হবে, যাতে তার আকার বদলে না যায়৷ প্রত্যেকটি গিটার হাতে করে তৈরি করা হয়৷ জমজমাট হানোফার শহর থেকে এখানে এসে টর্স্টেনের মনে কোনো খেদ নেই৷ তিনি বলেন, ‘‘এখানে আমাদের একটা সম্প্রদায়, একটা অবকাঠামো রয়েছে, যা বহু প্রজন্ম ধরে গড়ে উঠেছে৷ এই এলাকার গভীর ঐতিহ্য রয়েছে৷ অন্য কোথাও এমনটা পাবেন না৷ একইসঙ্গে আমরা সমসাময়িক প্রবণতার দিকে নজর রাখি৷’’
মার্কনয়েনকিয়ের্শেন শহরে ঐতিহ্য ও উদ্ভাবনী শক্তির মেলবন্ধনও দেখা যায়৷ বাদ্যযন্ত্র প্রস্তুতকারীরা নিখুঁত কাজ করেন এবং স্বর্গীয় ধ্বনি সৃষ্টির সুযোগ করে দেন৷
ইয়েন্স ফন লার্খার/এসবি