1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাধারণ বস্তু দিয়ে অসাধারণ বাদ্যযন্ত্র!

২১ আগস্ট ২০১৯

আজকাল কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোনের অ্যাপে পছন্দমতো সংগীত সৃষ্টি করা যায়৷ জর্জিয়ার এক শিল্পী সেই পথে না গিয়ে অতি সাধারণ বস্তু ব্যবহার করে অসাধারণ সুর সৃষ্টি করে চলেছেন৷

https://p.dw.com/p/3ODjQ
DW Euromaxx - Beat-Machines Koka Nikoladze
ছবি: Koka Nikoladze

কোকা নিকোলাডজে ২০১৬ সালে তাঁর প্রথম বিট মেশিন তৈরি করেন৷ সেটির মধ্যে একটি ক্র্যাংক হ্যান্ডেল রয়েছে৷ এ বিষয়ে কোকা বলেন, ‘‘এখানে অতি ক্ষুদ্র এক গিয়ার মোটর রয়েছে, যা স্নেয়ার ড্রাম নকল করে৷ এক ডিসি মোটর বাস ড্রাম নকল করে৷ অতি ক্ষুদ্র এক স্টেপার মোটর ছোট এক স্প্রিং-এর চারপাশে ঘুরে চলেছে৷ সেটিও হাই হ্যাটের নকল করছে৷''

তখন থেকে তিনি তাঁর এই উদ্ভাবনটিকে আরও উন্নত করে তুলেছেন৷ এই যন্ত্র একটি ছন্দ সৃষ্টি করে৷ তখন তিনি কম্পিউটারে সুর সৃষ্টি করেন৷ তাঁর তিন নম্বর বিট মেশিন পুরানো সোডার বোতল ও টেবিল টেনিসের বল দিয়ে তৈরি৷ অসলোর পপ সংগীত মিউজিয়ামে ২০১৭ সাল থেকে সেটি প্রদর্শিত হচ্ছে৷ কোকা নিকোলাডজে নিজের অনুভূতি সম্পর্কে বলেন, ‘‘ছোট সাউন্ডকে সত্যি বড় আকার দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত৷ ছোট্ট একটি স্প্রিং নিয়ে কনট্যাক্ট মাইক্রোফোনের উপর রাখা যায়৷ তখন আপনি সেই তার বাজাতে পারেন৷ তারপর সেই শব্দ বিশাল আকার ধারণ করে একটা স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে তুলতে পারে৷ তখন দারুণ লাগে৷''

অদ্ভুত বাদ্যযন্ত্রে আধুনিক সুর

এখন সংগ্রহকারীদের কাছ থেকে আরও ঘন ঘন বায়না আসছে৷ বর্তমানে বিট মেশিনের জন্য ৩টি বরাত এসেছে৷ কোকা বলেন, ‘‘শেষ পর্যন্ত আমি এই কাজই করতে চাই৷ আমি অদ্ভুত বাদ্যযন্ত্র তৈরি করে সেগুলি বাজাতে চাই৷ এটাই দুনিয়ার সেরা কাজ৷''

তিনি ‘বিট মেশিনস' অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা করছেন৷ বড় মঞ্চেও তিনি এই বাজনা বাজিয়েছেন৷ সেপ্টেম্বর মাসে বন শহরে বেটোফেন উৎসবেও তিনি সংগীত পরিবেশন করছেন৷

ফিলিপ ক্রেচমার/এসবি