সাগর-রুনি হত্যাকাণ্ড
২৪ এপ্রিল ২০১২হাইকোর্টের নির্দেশের পর মহানগর গোয়েন্দা বিভাগকে বাদ দিয়ে ব়্যাব সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্ত করছে এখন৷ তদন্ত কর্মকর্তা এবং মনিটরিং কমিটি গঠনের পর ব়্যাব আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে৷ তদন্তের প্রথম দিনে সাগর-রুনি পূর্ব রাজাবাজারের যে বাসায় খুন হয়েছেন, ব়্যাব সেই বাসা পরিদর্শন করেছে৷ কথা বলেছে পরিবারের সদস্যদের সঙ্গে৷ ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ জানান, শিগগিরই হাইকোর্টকে একটি প্রতিবেদন দেবেন তারা৷ কিন্তু মামলাটি এখন বেশ জটিল বলে মনে করেন ব়্যাব কমান্ডার৷
এই হত্যাকাণ্ডের ঘটনায় কতটুকু আলামত সংরক্ষণ করা হয়েছে, আর কতটুকু নষ্ট হয়েছে তা এখনই বলতে পারছে না ব়্যাব৷ তবে তদন্তের প্রয়োজনে নতুন আলামতও সংগ্রহ করা হতে পারে৷
এদিকে ব়্যাবের প্রথম দিনের তদন্ত নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন রুনির ভাই নওশের রোমান৷ তিনি জানান, ব়্যাব ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও হত্যাকাণ্ডের সময়ের ঘটনা তাদের কাছে জানতে চেয়েছে৷ তবে তাদের পরিবার এখন এই হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে সন্দিহান৷ এমনকি নতুন তদন্তে কী হবে তা নিয়েও তারা আশ্বস্ত নন৷
গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের ঢাকার বাসায় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে ৷ এখনো হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি৷ গ্রেফতার হয়নি কোন অপরাধীকে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন