1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন খালেদা জিয়া

২৭ সেপ্টেম্বর ২০১১

শুধু তাই নয়, আজ চার দলীয় জোটের এক সমাবেশে সরকারে পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ই অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত বিভাগীয় শহরে রোডমার্চ এবং জসনভার কর্মসূচি দেন তিনি৷

https://p.dw.com/p/12hDC
সরকারকে আরও চাপে ফেলছেন খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যোগ দেন বিকেল ৪টার দিকে৷ তবে তার আগেই, দুপুর থেকে চার দলের নেতারা মঞ্চে একের পর এক বক্তৃতা দেন৷ বিকেল ৫টার কিছু পরে খালেদা জিয়া তাঁর বক্তৃতা শুরু করেন৷ এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ঐ বক্তৃতায়, তিনি সরকারের কঠোর সমালোচনা করেন৷ জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানো এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কথা বলে খালেদা দাবি করেন যে, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ৷

খালেদার দাবি, এই সরকার সংখ্যালঘুদেরও নির্যাতন করছে৷ ঘটেছে আইন-শৃঙ্খলার চরম অবনতিও৷ আর সরকার পুলিশ ও ব়্যাবকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করছে৷ এছাড়াও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিচারের নামে প্রহসন চলছে বলেও দাবি করেন খালেদা জিয়া৷

এখানেই শেষ নয়৷ সরকারে পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোডমার্চ এবং জনসভার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন তিনি৷

Proteste in Dhaka Bangladesch
বিএনপি একের পর এক বিক্ষোভ আয়োজন করে চলেছেছবি: AP

নয়াপল্টনের এই জনসভায় বিএনপি ও জামায়াতসহ চার দলের নেতারা অংশ নিয়ে বক্তব্য রাখেন৷ প্রসঙ্গত, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম, প্রধান বিরোধি দল বিএনপি'র নেতৃত্বে চার দলের নেতারা এক মঞ্চে সমবেত হলেন৷ সমাবেশের কারণে দুপুরের পর থেকেই নয়াপল্টনের আশপাশে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়৷ আর রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট৷

অন্যদিকে ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন যে, বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচিকে তাঁরা স্বাগত জানান৷ তবে সরকার বিরোধী আন্দোলনের নামে যুদ্ধাপরাধী ও একটি পরিবারের সদস্যদের বাঁচাতে ধ্বংসাত্মক কর্মসূচির ব্যাপরে কোনো ছাড় দেয়া হবেনা বলেও জানান কামরুল ইসলাম৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান