1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র হরতাল ঘোষণা

২০ সেপ্টেম্বর ২০১১

জ্বালানি তেল ও সিএনজি’র দাম বাড়ানোর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে৷

https://p.dw.com/p/12cok
Mirza Fakhrul Islam Alamgir
বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

বিএনপি'র নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতালের ঘোষণা দেন বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেন, কোনরকম আগাম ঘোষণা ছাড়াই জ্বালানি তেল এবং সিএনজি'র দাম বাড়ান হয়েছে৷ এতে দেশের মানুষ চরম সংকটে পড়েছে৷ তিনি বলেন, সরকারের গত ৩ বছরের অদক্ষতা, অযোগ্যতা আর অহংকারে দেশের পরিস্থিতি খুবই খারাপ৷ সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে৷ তাই বিএনপি বসে থাকতে পারেনা৷ তিনি  দাবি করেন, সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে দেশে দারিদ্র্য বাড়ছে৷ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ দিশাহারা হয়ে পড়ছে৷ যানবাহনসহ সব ক্ষেত্রে ব্যয় বাড়ার কারণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে৷

হরতালের সমর্থনে কাল সারাদেশে মিছিল সমাবেশ করবে বিএনপি৷ সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের গ্রেফতারেরও নিন্দা জানান হয়৷ এদিকে সোমবার গ্রেফতার হওয়া জামায়াত নেতা মাওলানা এটিএম আজহারুল ইসলামসহ ৩ জনকে আজ আদালতে হাজির করা হয়েছে৷ আর আজ গ্রেফতার হয়েছেন জামায়াতের সমর্থক দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ৷ অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, হরতাল রাজনৈতিক অধিকার৷ কিন্তু হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তা মেনে নেয়া হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য