রাজনীতি
৩০ নভেম্বর ২০১২বিএনপি'র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বুধবারের সমাবেশ থেকে কঠোর কর্মসূচি আসতে পারে বলে ধারণা করেছিলেন দলটির নেতাকর্মীসহ রাজনৈতিক বিশ্লেষকরা৷ কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বহালের দাবিতে আগামী ৯ই ডিসেম্বর সারা দেশে রাজপথ-রেলপথ অবরোধ ছাড়া তেমন কোনো নির্দেশনা আসেনি বিএনপি চেয়ারপার্সনের বক্তব্য থেকে৷
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এই কর্মসূচির ব্যাপারে বলছেন, বিজয়ের মাসে সাধারণ মানুষের বিরক্তির কারণ হতে চান না তাঁরা৷ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা থাকবে তাদের৷ এছাড়া ডিসেম্বর মাসে সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকে৷ তাই তারা অপেক্ষাকৃত ‘নরম' কর্মসূচি দিয়েছেন৷
তবে এই ধরনের ‘নরম' কর্মসূচি দিয়ে দাবি আদায় সম্ভব কিনা – এমন প্রশ্নের জবাবে বিএনপি'র নীতিনির্ধারণী ফোরামের প্রভাবশালী এই নেতা বলেন, সরকারের আচরণের উপরই নির্ভর করবে তাদের পরবর্তী কর্মসূচির ধরন৷
বিরোধী দলের পাতানো ফাঁদে সরকার পা দেবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন৷ তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে করলে সরকার বাধা দেবে না৷ তবে সহিংসতার চেষ্টা করলে সরকার রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে৷
প্রধান দুই রাজনৈতিক দলের প্রভাবশালী দুই নেতার কথায় যতই নরম সুর থাকুক না কেন, শেষ পর্যন্ত যে রাজনীতির মাঠ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে – তা কিন্তুই ঠিকই বুঝছেন সাধারণ মানুষ৷ তাই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সামাধান চান সাধারণ ভোটাররা৷