‘জটিলতার অবসান চাই’
২২ নভেম্বর ২০১২বুধবার ঢাকার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া৷ তাঁদের দেখা হলেও কথা হয়নি৷ তবে স্পিকার আব্দুল হামিদ কথা বলেছেন খালেদা জিয়ার সঙ্গে৷ তিনি খালেদা জিয়াকে সংসদে এসে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কথা বলার অনুরোধ করেছেন৷ খালেদা তাঁর আহ্বান ভেবে দেখার কথা বলেন৷ কিন্তু বিশ্লেষকরা মনে করেন, সংসদ কার্যকর হওয়া জরুরি৷ তবে নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে৷ তা হতে পারে সংসদে বা সংসদের বাইরে৷ যেমন ডয়চে ভেলেকে বললেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিম৷
আরেকজন বিশ্লেষক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, এই পরিস্থিতির অবসান না ঘটলে দেশ এক কঠিন সংকটের মুখে পড়তে পারে৷ আসতে পারে অগণতান্ত্রিক সরকার৷ তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সমঝোতায় আসতে সব পক্ষকেই ছাড় দিতে হবে৷ অনড় অবস্থানে থাকলে চলবেনা৷ অধ্যাপক পিয়াস করিম বলেন, সব পক্ষকে ছাড় দিতে হবে সত্য৷ তবে সরকারকেই উদ্যোগী হতে হবে৷
এই দু'জন বিশ্লেষকই মনে করেন নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে জটিলতার অবসান ঘটানোর উদ্যোগ এখনই নিতে হবে৷ কারণ নির্বাচনের খুব বেশি দেরি নাই৷