‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড
১৩ নভেম্বর ২০১২জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ যে তারা এখন প্রচলিত রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে ঝটিকা মিছিল বের করে হামলা চালাচ্ছে৷ হামলা চালাচ্ছে পুলিশের ওপর, ভাঙচুর ও আগুন দিচ্ছে গাড়িতে৷ এমনকি পুলিশকে পুড়িয়ে হত্যার চেষ্টাও করেছে তারা৷ মঙ্গলবারও তারা ঢাকার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে ঝটিকা মিছিল বের করে যানবাহন ভাঙচুর করে ও আগুন দেয়৷ হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে খবর৷ এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের শীর্ষ নেতা মিয়া গোলাম পরওয়ারসহ শতাধিক নেতা কর্মীকে আটক করেছে পুলিশ৷
জামায়াতের এই ভূমিকাকে রাজনীতির নামে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, জামায়াতের এই অরাজনৈতিক আচরণ কোনো ভাবেই মেনে নেয়া যায়না৷
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তাই জামায়াতের এসব ‘সন্ত্রাসী' কাজকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন সরকারকে৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে৷ কিন্তু তারা কোনো অপরাধমূলক কাজ করে রেহাই পাবে না৷
এদিকে, সারা দেশে বিশেষ করে ঢাকায় যে কোনো সময় জামায়াতের ঝটিকা মিছিল এবং হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ পুলিশকে তাই রাখা হয়েছে সতর্ক অবস্থায়৷