1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ নভেম্বর ২০১২

জামায়াতে ইসলামির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন৷ সরকারকে বলেছে ব্যবস্থা নেয়ার জন্য৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত লোকজনকে অবশ্যই শাস্তি পেতে হবে৷

https://p.dw.com/p/16hqi
ছবি: DW/Harun Ur Rashid Swapan

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ যে তারা এখন প্রচলিত রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে ঝটিকা মিছিল বের করে হামলা চালাচ্ছে৷ হামলা চালাচ্ছে পুলিশের ওপর, ভাঙচুর ও আগুন দিচ্ছে গাড়িতে৷ এমনকি পুলিশকে পুড়িয়ে হত্যার চেষ্টাও করেছে তারা৷ মঙ্গলবারও তারা ঢাকার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে ঝটিকা মিছিল বের করে যানবাহন ভাঙচুর করে ও আগুন দেয়৷ হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে খবর৷ এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের শীর্ষ নেতা মিয়া গোলাম পরওয়ারসহ শতাধিক নেতা কর্মীকে আটক করেছে পুলিশ৷

জামায়াতের এই ভূমিকাকে রাজনীতির নামে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, জামায়াতের এই অরাজনৈতিক আচরণ কোনো ভাবেই মেনে নেয়া যায়না৷

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তাই জামায়াতের এসব ‘সন্ত্রাসী' কাজকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন সরকারকে৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে৷ কিন্তু তারা কোনো অপরাধমূলক কাজ করে রেহাই পাবে না৷

এদিকে, সারা দেশে বিশেষ করে ঢাকায় যে কোনো সময় জামায়াতের ঝটিকা মিছিল এবং হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ পুলিশকে তাই রাখা হয়েছে সতর্ক অবস্থায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য