বেঁচে গেল রটারডাম?
২৪ আগস্ট ২০১৭গত বৃহস্পতিবার বার্সেলোনা ও কামব্রিলস শহরে সন্ত্রাসী হামলা আরও ভয়াবহ হতে পারতো বলে মনে করছে স্পেনের পুলিশ৷ হামলার ঠিক আগের দিন আলকানার শহরে একটি বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে৷ সেই বিস্ফোরক হামলার কাজে লাগানোর ষড়যন্ত্র চলছিল বলে পুলিশের ধারণা৷
এবার স্পেনের পুলিশ নেদারল্যান্ডসের রটারডাম শহর কর্তৃপক্ষকে এমন এক হামলার আশঙ্কায় সতর্ক করে দিয়েছিল৷ সেই পূর্বাভাষের ভিত্তিতে রটারডাম পুলিশ এক রক কনসার্টের কাছে কয়েকটি গ্যাস ক্যানিস্টার বোঝাই একটি গাড়ি আটক করেছে৷ গাড়ি ও তার চালক স্পেন থেকেই এসেছিল৷ বোমা বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা করছেন এবং পুলিশ চালককে জেরা করছে৷
বুধবার সন্ধ্যায় শহরে মার্কিন রক গোষ্ঠী ‘আল্লাহ-লাস'-এর কনসার্ট হওয়ার কথা ছিল৷ মাসিলো নামে পরিচিত সেই হলে প্রায় ১,০০০ মানুষ সমবেত হতে পারতেন৷ কিন্তু স্পেনের পুলিশের সতর্কবাণীর পর রটারডাম পুলিশ কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়৷ দর্শকদের উদ্ধার করে হলটিতে ভালোভাবে তল্লাশি চালানো হয়৷ কনসার্টের আয়োজক সংস্থা এক টুইট বার্তায় এই খবর জানায়৷ বুলেটপ্রুফ জ্যাকেট পরা পুলিশ মাসিলো-র ৪ সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়৷ পরে এক বিবৃতিতে তারা রটারডাম পুলিশ ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷
শহরের মেয়র আহমেদ আবুতালেব তড়িঘড়ি করে এক সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের এই তথ্য দেন৷ তবে আটক ভ্যানটিকে কোনো হামলার জন্য ব্যবহার করার ষড়যন্ত্র ছিল কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন৷ তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না৷
উল্লেখ্য, স্পেনে হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রায় সবাই মরক্কোর বংশোদ্ভূত ছিল৷ আন্তর্জাতিক স্তরে তাদের যোগাযোগ নিয়ে ফ্রান্স ও বেলজিয়ামেও তদন্ত চলছে৷
উল্লেখ্য, মার্কিন সংগীত গোষ্ঠীর নামের সঙ্গে হামলার আশঙ্কার কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা স্পষ্ট নয়৷ গত বছর ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান' সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে গোষ্ঠীর সদস্যরা বলেছিলেন, তাঁরা ‘আল্লাহ' শব্দটা সচেতনভাবেই বেছে নিয়েছিলেন, কারণ তাঁরা ধর্মীয় কোনো শব্দ খুঁজছিলেন৷ কিন্তু এর ফলে কারো ভাবাবেগে আঘাত লাগতে পারে, সে কথা তাঁরা ভাবেন নি৷ তেমন কোনো ইচ্ছাও তাঁদের ছিল না৷
এসবি/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)