সন্দেহভাজন সন্ত্রাসীদের বয়ান
২৩ আগস্ট ২০১৭গত বৃহস্পতিবার বার্সেলোনা ও কামব্রিলস শহরে সন্ত্রাসী হামলায় ১৫ জনের মৃত্যুর পর পুলিশ আরও গভীর ষড়যন্ত্রের কথা জানতে পেরেছে৷ সন্ত্রাসী সেলে সম্ভবত ১২ জন সদস্য ছিল, যার মধ্যে ৪ জনকে জীবিত অবস্থায় আটক করেছে পুলিশ৷
বার্সেলোনা শহরে পর্যটকদের আকর্ষণের অভাব নেই৷ একাধিক দ্রষ্টব্য ও স্মৃতিসৌধ দেখতে ভিড় করেন তাঁরা৷ বিস্ফোরক দিয়ে এমন একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল জিহাদি সন্ত্রাসী সেল৷ তাদেরই একজন এমন দাবি করেছে৷ ২১ বছর বয়স্ক মহম্মদ হুলি চেমলাল আদালতে জানিয়েছে, সে মাস দুয়েক আগে এই ষড়যন্ত্রের কথা জানতে পারে৷ চেমলালের বয়ান অনুযায়ী, তাদের সেলের ইমাম আবদেলবাকি এস সাতি নিজে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল৷ স্পেনের ‘এল মুন্দো' সংবাদপত্রের সূত্র অনুযায়ী, বার্সেলোনার বিখ্যাত ‘সাগ্রাদা ফামিলিয়া' গির্জা হামলার লক্ষ্যবস্তু ছিল৷
বিচারপতি চেমলাল ও দ্রিস উকাবির নামের দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক রাখার অনুমতি দিলেও তৃতীয় এক ব্যক্তিকে যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন৷ আগামী তিন দিনের মধ্যে চতুর্থ ব্যক্তি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তিনি৷
বার্সেলোনা ও কামব্রিলস শহরে হামলার ঠিক আগের দিন আলকানার শহরে একটি বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে৷ সামান্য আহত হলেও চেমলাল অল্পের জন্য বেঁচে যায়৷ পুলিশ ধ্বংসস্তুপের মধ্যে টিএটিপি নামের উপকরণ খুঁজে পায়, যা তথাকথিত ইসলামিক স্টেট সাধারণত ব্যবহার করে থাকে৷ সেখানে একটি সবুজ বইও পাওয়া যায়, যাতে ‘ক্রুসেডার বা ধর্মযুদ্ধে খ্রিষ্টান যোদ্ধাদের প্রতি আল আন্দালুসে আইএস যোদ্ধাদের সংক্ষিপ্ত চিঠি'-র উল্লেখ রয়েছে৷ বেলজিয়ামের সঙ্গে এই সেলের যোগাযোগের ইঙ্গিতও পাওয়া গেছে৷
পুলিশের সূত্র অনুযায়ী, আচমকা বিস্ফোরণের কারণে বোমা ও দুই সদস্যকে হারিয়ে দুই শহরে চটজলদি বিকল্প হামলার ছক কষে সেই সন্ত্রাসী সেল৷ কিন্তু কামব্রিলস শহরের কাছে চালক এক দুর্ঘটনায় জড়িয়ে পড়ার ফলে সেখানকার হামলাও বানচাল হয়ে যায়৷ সোমবার স্পেনের পুলিশ বার্সেলোনায় হামলার সম্ভাব্য মূল আততায়ী ইউনেস আবুইয়াকুবকে গুলি করে হত্যা করে৷
এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)