শিক্ষকের সম্মান, শিক্ষকের আনন্দ
২৪ মে ২০১৬গত ৭ই মে ‘ইনসাইডার পিপল' নামে একটি ইউটিউব চ্যানেল ঐ শিক্ষিকাকে প্রেসিডেন্টের পুরস্কার দেয়ার অনুষ্ঠানের কিছু মুহূর্তের ভিডিও আপলোড করে৷ সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ বিশেষ করে সেসময় নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে অপমানের প্রতিবাদে যখন পুরো দেশ উত্তাল, তখন একজন শিক্ষককে মার্কিন প্রেসিডেন্টের এই সম্মান দেয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়৷ কেবল জাহানাকেই নয়, যুক্তরাষ্ট্রের সেরা বেশ কয়েকজন শিক্ষককে সেদিন হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন ওবামা৷ কিন্তু জাহানাই যেন ছিলেন মধ্যমনি আর আকর্ষণের কেন্দ্রবিন্দু৷
৩ রা মে টিচার অ্যাপ্রিসিয়েশন ডে-তে দেশের সেরা শিক্ষকরা হাজির হয়েছিলেন ওবামার আমন্ত্রণে৷ কারণ তারা প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছেন তার শিক্ষার্থীদের৷ সেখানেই বর্ষসেরা শিক্ষক হিসেবে জাহানাকে সম্মান জানান ওবামা৷ দীর্ঘদিন ধরে একটি হাইস্কুলে শিক্ষককতা করছেন জাহানা৷ নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে বার বার তিনি থেমে যাচ্ছিলেন, চেপে রাখতে পারছিলেন না আবেগ৷ একজন শিক্ষক হিসেবে এটা যে কতটা সম্মানের সেটা মনে করে রোমাঞ্চিত হচ্ছিলেন৷ সেই মুহূর্তের ঐ ভিডিওটি শুধু যুক্তরাষ্ট্রে নয়, ভাইরাল হয়েছে পুরো বিশ্বে, এমনকি বাংলাদেশেও৷ ভিডিওটি দেখলে আপনিও একজন শিক্ষকের সম্মান ও প্রতিক্রিয়া দেখে আপ্লুত হয়ে না হেসে পারবেন না৷ ইতিহাসের শিক্ষক জাহানা তার বক্তব্যে বলেছিলেন, সংখ্যালঘু শিক্ষকদের যাতে ভালো নিয়োগ হয় এবং তার শিক্ষার্থীরা যাতে বড় স্বপ্ন দেখতে পারে সে ব্যাপারে তিনি উঁসাহিত করবেন৷
এপিবি/এসিবি