লেবাননে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩১
২১ সেপ্টেম্বর ২০২৪লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, শুক্রবার বৈরুত শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে শনিবার ৩১ জনে দাঁড়িয়েছে। আবিয়াদ সাংবাদিকদের জানান, এই হামলায় ৬৮ জন আহত হয়েছেন।
২০০৬ সালে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধের পর বৈরুতে শুক্রবারের হামলাটিই সবচেয়ে বড় বিমান হামলা। নিহতদের মধ্যে তিন শিশু ও সাতজন নারী রয়েছে। ইসরায়েলের দাবি, এই হামলায় শীর্ষ নেতাসহ হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।
ইসরায়েলি সরকার জানিয়েছে, হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের দায়িত্বে থাকা কমান্ডার ইব্রাহিম আকিল এই হামলায় নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্যকে নিয়ে আকিল একটি ভবনের নীচতলায় বৈঠক করছিলেন।
কয়েকদিন আগেই শত শত পেজার, ওয়াকি-টকি বিস্ফোরণে লেবাননে দুই হিজবুল্লাহ সদস্যসহ অন্তত ১১ জন নিহত হন। ধারণা করা হচ্ছে ইসরায়েলই এই ঘটনার নেপথ্যে রয়েছে। এরপর হিজবুল্লাহর পক্ষ থেকে পালটা ব্যবস্থা নেয়ার হুমকির মধ্যেই ইসারায়েলের এই বিমান হামলার ঘটনা ঘটলো।
এর আগেও ইসরায়েল সীমান্তের দক্ষিণ লেবাননে প্রায়ই হিজবুল্লাহ স্থাপনা ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এবারের হামলার ঘটনাটি ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
বৈরুতে হামলায় ইরানের তীব্র প্রতিক্রিয়া
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার বলেছেন, ইসরায়েল শিশুদের বিরুদ্ধে "নির্লজ্জ অপরাধ" চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের হামলায় নিহত ৩১ জনের মধ্যে তিন শিশুও রয়েছে।
হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার নিন্দা জানালেও এই ঘটনায় সরাসরি প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও।
ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা আইএসএনএ আরাগচিওকে উদ্ধৃত করে জানিয়েছে, "ঘটনাটিতে হিজবুল্লাহ অবশ্যই যথাসময়ে উপযুক্ত প্রতিক্রিয়া দেখাবে।"
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছানো থেকে ঠেকাতে ইরান ইসরাইলের 'যুদ্ধাপরাধের' আন্তর্জাতিক নিন্দার জন্য চাপ দেবে বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এডিকে/আরআর (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)