1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় ব্রেগার দখল নিয়ে সংঘর্ষ

১৩ আগস্ট ২০১১

পাঁচ মাসের বেশি হয়ে গেল, লিবিয়ার সমস্যার কোনো সমাধান নেই৷ বিদ্রোহীরা যুদ্ধ করে যাচ্ছে সরকারি সেনাদের সঙ্গে৷ বাড়ছে হতাহতের ঘটনা৷ এর মধ্যে সাধারণ জনগণও রয়েছে৷

https://p.dw.com/p/12G5i
ব্রেগায় সংঘর্ষছবি: dapd

তেলের শহর ব্রেগা৷ তাই ঐ শহরের উপর নিয়ন্ত্রণ চায় বিদ্রোহীরা৷ তাহলে তেল রপ্তানি করে কিছু অর্থ পাওয়া যাবে৷ যেটা যুদ্ধ চালানোর কাজে লাগবে৷ তাই ব্রেগার দখল নিতে গত বেশ কয়েকদিন ধরেই সরকারি বাহিনীর সঙ্গে লড়ে যাচ্ছে বিদ্রোহীরা৷ এর মধ্যে গত তিন সপ্তাহ ধরে ন্যাটোর হেলিকপ্টার সাহায্য করে যাচ্ছে বিদ্রোহীদের৷ কিন্তু এখনো সফলতা আসেনি৷ উল্টো গত দুই দিনে ১৫ জন বিদ্রোহী নিহত হয়েছে৷

এদিকে লিবিয়ার আরেক শহর জাউইয়াহ, যেটি অনেক বিদ্রোহীরও নিজের শহর৷ কিন্তু শহরটির নিয়ন্ত্রণ রয়েছে গাদ্দাফি বাহিনীর কাছে৷ বিদ্রোহীরা চেষ্টা করে যাচ্ছে জাউইয়াহর নিয়ন্ত্রণ পেতে৷ আজ সকালে প্রায় ছয় ঘণ্টা সংঘর্ষের পর শহরের ২৫ কিলোমিটারের মধ্যে বিদ্রোহীরা ঢুকতে সমর্থ হয়েছে বলে জানা গেছে৷ আগামী দুই-তিনদিনের মধ্যে জাউইয়াহ আক্রমণের পরিকল্পনার কথা জানিয়েছেন এক বিদ্রোহী৷

কিন্তু লিবিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইয়াম বিদ্রোহীদের এই দাবি সঠিক নয় বলে জানিয়েছেন৷ এছাড়া ব্রেগা শহরের কাছাকাছি যাওয়ার দাবিটিও ঠিক নয় বলে জানান তিনি৷

এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের সমালোচনা করেছেন লিবিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কাইয়াম৷ তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব শব্দ নিয়ে খেলছেন৷ উল্লেখ্য, সম্প্রতি দেয়া এক বিবৃতিতে মহাসচিব মুন লিবিয়ায় জনসাধারণের হতাহতের পরিমাণ কমাতে ‘সবপক্ষ'কে আহ্বান জানান৷ তাঁর এই মন্তব্যের সমালোচনা করে কাইয়াম বলেন, মুন তাঁর বিবৃতিতে ন্যাটোর কথা উল্লেখ করেননি৷ অথচ লিবিয়াতে জনসাধারণের হতাহতের জন্য একমাত্র ন্যাটোই দায়ী বলে মন্তব্য করেন কাইয়াম৷

উল্লেখ্য, গত সপ্তাহে ন্যাটোর অভিযানে ৮৫ জন নিহত হয়েছে বলে লিবিয়া সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ এর মধ্যে নারী ও শিশুও রয়েছে৷ কিন্তু লিবিয়ায় ন্যাটোর কম্যান্ডার জেনারেল চার্লস বুচার্ড এই অভিযোগ অস্বীকার করেছেন৷

তিনি বলছেন, তারা সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছেন৷ বুচার্ড বলেন, হয়তো অভিযানস্থলে ৮৫ জনের মতো লোক থাকতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান