রুশনারা হয়ত জিতবেন, কিন্তু রূপা আর টিউলিপ?
৭ মে ২০১৫বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এবার মোট ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ নির্বাচনে মনোনয়ন পেলেও তিন নারী প্রার্থীর কাছে বাংলাভাষী ভোটারদের প্রত্যাশা সবচেয়ে বেশি৷ এঁরা হলেন রুশনারা আলী, রূপা হক আর টিউলিপ সিদ্দিক৷ তিনজনই লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন৷ এর মধ্যে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী রুশনারা আলী আবারও সহজেই জয়ী হবেন বলে আশা ঐ আসনের বাঙালিদের৷ তবে রূপা হক আর টিউলিপ সিদ্দিক এর কাজটি একটু কঠিন হবে৷ কারণ রূপা যে আসন থেকে লড়ছেন সেই ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনটি গতবার কনজারভেটিভদের কাছে হারিয়েছিল লেবার৷ আর টিউলিপের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ত্রিমুখী লড়াই হবে৷
ব্রিটিশ নির্বাচন নিয়ে ব্রিটেন ও বাংলাদেশে বসবাসকারী বাঙালিদের মধ্যে উৎসাহের কয়েকটি নমুনা৷
এদিকে, ব্রিটেনে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের প্রকৃত সুযোগ থাকায় খুশি ফ্রাংক গার্ডনার৷ টুইটারে তিনি লিখেছেন:
তবে সুযোগ থাকার পরও অনেক ভোটার ভোট দিতে যান না৷ তাই ভোটারদের সচেতন করে তুলতে টুইট করছেন অনেকে৷ এক্ষেত্রে তাঁরা #Ivoted নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করছেন৷
নির্বাচন ও তার সম্ভাব্য ফলাফল নিয়ে গণমাধ্যমে অনেক বিশ্লেষণধর্মী লেখা প্রকাশিত হয়েছে৷ এর মধ্যে গার্ডিয়ানে প্রকাশিত একটি কলামকে ‘সবচেয়ে বিচক্ষণধর্মী' বলে মনে হয়েছে হ্যারি পটার খ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক জেকে রাওলিং এর কাছে৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন