1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবেন রুশনারা

৫ নভেম্বর ২০১০

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ঢাকায় এসেছেন জলবায়ু সংক্রান্ত এক প্রতীকী আদালতের পর্যবেক্ষক হিসেবে৷ সিএসআরএল নামের একটি সংগঠন ওই প্রতীকী আদালত বসাবে ৮ই নভেম্বর৷

https://p.dw.com/p/Q04O
ছবি: AP

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ঢাকায় এসেছেন জলবায়ু সংক্রান্ত এক প্রতীকী আদালতের পর্যবেক্ষক হিসেবে৷ সিএসআরএল নামের একটি সংগঠন ওই প্রতীকী আদালত বসাবে ৮ই নভেম্বর৷

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তরা উপস্থিত থাকবেন আদালতে৷ শুক্রবার তাদেরই এক সংবাদ সম্মেলনে রুশনারা আলী বলেন, জলবাযু পরিবর্তনের ক্ষতি নিয়ে তিনি শঙ্কিত৷তিনি বলেন, এই সময়ে জলবায়ু একটি গুরুত্বপূর্ণ ইস্যু৷ তিনি এজন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করে বলেন, তারা তাদের অর্থনীতি নিয়ে ব্যস্ত ৷ কিন্তু এই অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের মত দেশের ক্ষতির বিনিময়ে হতে পারেনা৷ উন্নত বিশ্বের উচিত জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়টি মাথায় রেখে কাজ করা৷ ব্রিটিশ এমপি রুশনারা আলী জানান, তিনি বাংলাদেশের জন্য কাজ করবেন৷ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি৷ বাংলাদেশের জন্য ক্ষতিপুরণ আদায়ে তিনি উচ্চকন্ঠ হবেন৷

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তিনি বলেন, এব্যাপারে মন্তব্য করতে পারে ব্রিটিশ সরকার, কারণ তিনি বিরোধী দলের এমপি৷ আর এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়৷তবুও তারা বিষয়টি পর্যবেক্ষন করছে৷

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক