1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে অলিম্পিক আয়োজনে অর্থায়নে রাজি সরকার

৪ নভেম্বর ২০১০

২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস মিউনিখে আয়োজনে অর্থায়নে রাজি হয়েছে জার্মান সরকার৷ বুধবার বার্লিনে জার্মান মন্ত্রিসভা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে যে, মিউনিখ এই আসর আয়োজনের সুযোগ পেলে তাতে সবধরণের সহযোগিতা করবে সরকার৷

https://p.dw.com/p/Pxo7
Skating, Winter, Olympic, Games, মিউনিখ, অলিম্পিক, জার্মানি,
এমনি ক্রীড়া কসরত দেখার পথে এক ধাপ এগুলো মিউনিখছবি: AP

এমনকি এই গেমস-এর আয়োজক পরিষদেও থাকতে চায় সরকার৷ স্বরাষ্ট্র এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী থমাস ডে মাইসিয়েরে এসব কথা জানান৷ তিনি বলেন, এই অনুমোদনের মধ্যে রয়েছে আসরের আয়োজনে অর্থনৈতিক সহযোগিতা এবং ডোপিং এর বিরুদ্ধে আইনি বিধি-বিধান অনুসরণ৷

তিনি আরো জানান, আয়োজক পরিষদ যদি ঘাটতির মধ্যে থাকে তবে মোট ব্যয়ের প্রায় এক তৃতীয়াংশ খরচ দেবে রাষ্ট্র৷ এই আসর আয়োজনে মোট ব্যয় ধরা হয়েছে ১.৩ বিলিয়ন ইউরো৷ আর সেই হিসাবে সরকার ৫০ কোটি ইউরো পর্যন্ত সহযোগিতা করার ব্যাপারে রাজি হয়েছে৷ জার্মান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি থমাস বাক সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷

২০১৮ সালের শীতকালীন অলিম্পিক আয়োজনের জন্য মিউনিখের সঙ্গেই প্রতিযোগিতায় রয়েছে ফ্রান্সের অ্যানেসি এবং দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং শহর৷ আন্তর্জাতিক অলিম্পিক পরিষদ - আইওসি ২০১১ সালের ৬ জুলাই ঐ আসরের আয়োজক শহরের নাম ঘোষণা করার কথা রয়েছে৷


প্রতিবেদনঃ হোসাইন আব্দুল হাই

সম্পাদনাঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান