1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অলিম্পিকে জার্মানির প্রার্থীতা

৪ জুন ২০১০

২০১৮ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানে মিউনিখের প্রার্থীতার প্রতি পূর্ণ সমর্থন জানান জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল৷ বলেন, জার্মানি অতীতে প্রমাণ দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া পরিবার আমাদের দেশে স্বাচ্ছন্দ্য বোধ করে৷

https://p.dw.com/p/Nhj0
ছবি: picture-alliance/ dpa

ম্যার্কেল বলেন, মিউনিখের প্রার্থীতার প্রতি আমরা জোর সমর্থন জানাবো৷ জার্মান চ্যান্সেলার এ কথা বলেন, চ্যান্সেলার দফতরে ভ্যাঙ্কুভার অলিম্পিকে জার্মানির পদক বিজয়ীদের সম্মানে দেয়া এক সংবর্ধনায়৷

ম্যার্কেল শীতকালীন অলিম্পিকের শীর্ষ ক্রীড়াবিদ ও প্যারালিম্পিক ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, আপনারা আপনাদের পারফরমেন্সের জন্য গর্ব বোধ করতে পারেন৷ জার্মান ক্রীড়াবিদদের এই পারফরমেন্স হল দুই হাজার আঠারো সালের মিউনিখের প্রার্থীতার ভিজিটিং কার্ড৷

জার্মান অলিম্পিক ক্রীড়া পরিষদের প্রেসিডেন্ট থমাস বাখ অলিম্পিক অনুষ্ঠানে সরকার প্রধানের সমর্থনের জন্য আঙ্গেলা ম্যার্কেলকে ধন্যবাদ জানান৷ বাখ আন্তর্জাতিক অলিম্পিক কমিটিরও ভাইস-প্রেসিডেন্ট ৷ তিনি বলেন, মিউনিখে অলিম্পিক আয়োজনের মাধ্যমে আমরা এই প্রমাণ দেব যে, আমাদের ক্রীড়াবিদরা নিজেদের দেশেও পদক বিজয়ে সক্ষম৷

প্রতিবেদন : আবদুস সাত্তার

সম্পাদনা : দেবারতি গুহ